Connect with us

আন্তর্জাতিক

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত আটশ’, পাচারকারী সন্দেহে আটক দুই

Published

on

27CC104B00000578-3046653-image-a-3_1429572422874আন্তর্জাতিক ডেস্ক:

ভূমধ্যসাগরে স্মরণকালের মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় অন্তত আটশ’ মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এ ঘটনায় মানবপাচারের অভিযোগে দু’জনকে আটক করেছে ইতালি কর্তৃপক্ষ। মঙ্গলবার (২১ এপ্রিল) জাতিসংঘ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। এ নিয়ে চলতি বছর ইতোমধ্যে ভূমধ্যসাগরে দেড় হাজারেরও বেশি মানুষের সলীল সমাধি হলো। এদিকে, সোমবার (২০ এপ্রিল) নৌকাডুবির ঘটনায় উদ্ধারকৃত ২৮ জনকে ইতালির সিসিলি দ্বীপের কাতানিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের মধ্য থেকে দু’জনকে মানবপাচারের অভিযোগে আটক করা হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন দেশটির অবকাঠামো ও যোগাযোগমন্ত্রী গ্রাজিয়ানো দেলরিও। আটক দু’জনের একজন ডুবে যাওয়া নৌকাটির ক্যাপ্টেন ও অন্যজন তার প্রথম সহকারী বলে কাতানিয়ার প্রাদেশিক প্রসিকিউটর জিওভান্নি সালভির কার্যালয় থেকে জানানো হয়েছে। গত রোববার (১৯ এপ্রিল) স্থানীয় সময় মধ্যরাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ইতালির পেলাগি দ্বীপপুঞ্জের লামপেডুসা থেকে প্রায় একশ’ ৯৩ কিলোমিটার দক্ষিণে লিবিয়ার জলসীমায় সাড়ে নয়শ’ যাত্রী নিয়ে ডুবে যায় নৌকাটি। এর আগে গত ১৪ এপ্রিলও ভূমধ্যসাগরে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে ৪০০ জন প্রাণ হারান। নৌকাটিতে প্রায় ৫৫০ জন অভিবাসী ছিলেন। লিবিয়া উপকূল থেকে ছেড়ে আসার ২৪ ঘণ্টার মধ্যে নৌকাটি ডুবে যাওয়ার পর দক্ষিণ ইতালি থেকে ১৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়। অবাধ মানবপাচার রোধে ও ক্রমাগত নৌকাডুবির ঘটনা বন্ধে সোমবার (২০ এপ্রিল) দশ পয়েন্টের একটি পরিকল্পনা প্রস্তাব উপস্থাপন করেছে ইউরোপীয় কমিশন। আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইউরোপীয় ইউনিয়নের বিশেষ বৈঠকে নেতারা বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *