Connect with us

দেশজুড়ে

মধুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড

Published

on

MADHUKHALI AGUN -23মধুখালী প্রতিনিধি, ফরিদপুর:
গত ৫ মার্চ বৃহস্পতিবার মধুখালী পৌরসভা সদরের সরকারি আশ্রয়ন প্রকল্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি পরিবার গৃহহীন হয়ে পড়েছে। বিকেল ৪টায় আশ্রয়ন প্রকল্পের ব্যারাকের একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে ঐ ইউনিটের ১ থেকে ১০ নং ইউনিটে আগুন ছড়িয়ে পড়ে। এতে ঐ ব্যারাকে বসবাসকারী ১০টি পরিবারের সকল মালামাল পুড়ে যায়। স্থানীয় জনগণ আপ্রাণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে রেখে পার্শ্ববর্তী ব্যারাকগুলো রক্ষা করে।
উল্লেখ্য, সরকারি আশ্রয়ন প্রকল্পে বিভিন্ন এলাকার ভূমিহীন পরিবারগুলোকে বসবাসের জন্য বরাদ্দ দেওয়া হয়। আগুনে নগদ টাকাসহ কমপক্ষে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায় নি। খবর পেয়ে ফরিদপুর থেকে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হলেও তার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। প্রায় ৩ বছর আগে মধুখালীতে ফায়ার সার্ভিস স্টেশনের বিল্ডিং নির্মিত হলেও সংযোগ সড়ক, লোকবল ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে সেটি এখনও চালু করা যায় নি। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য তাৎক্ষণিকভাবে উপজেলা পরিষদের পক্ষ থেকে পরিবার প্রতি ৫০০০ টাকা ও জেলা প্রশাসকের পক্ষ থেকে ২০ কেজি চাল বরাদ্দ করা হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *