Connect with us

বিবিধ

মাইক্রোসফটের সারফেস ট্যাবে পেন টেকনোলজি

Published

on

b5cb5c4e38769657a71be9c49fd9aaac-Tabরকমারি ডেস্ক:
মাইক্রোসফট জানিয়েছে তারা তাদের ট্যাবলেট সারফেস প্রো ৩ এবং সারফেস ৩ এ পেন টেকনোলজি ব্যবহার করতে যাচ্ছে। এজন্য তারা ইসরায়েলের প্রযুক্তি প্রতিষ্ঠান এন-ট্রিগের পেন টেকনোলজি কিনে নিচ্ছে। এই পেন টেকনোলজির সাহায্যে ট্যাবলেট ও স্মার্টফোনে লেখালেখি করা যায়। এর আগে মাইক্রোসফট সারফেস প্রো ২ এর জন্য ওয়াকম কোম্পানি ডিজিটাল পেন ইনপুট ব্যবহার করত। এন-ট্রিগের পেন টেকনোলজি ওয়াকমের পেন টেকনোলজির চেয়ে উন্নততর। এটি দিয়ে লেখালেখির পাশাপাশি ড্রইং, স্কেচ করার সুবিধা রয়েছে। মাইক্রোসফট ছাড়াও অ্যাপল তাদের ডিভাইসে পেন টেকনোলজি ব্যবহার করে। এন-ট্রিগের ২০০ মিলিয়ন ডলারের সম্পদ রয়েছে। মাইক্রোসফট শুধু মাত্র কোম্পানিটির পেন টেকনোলজি কিনে নেবে। এজন্য এখনও দরদাম ঠিক হয়নি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *