Connect with us

জাতীয়

মান্নার রিমান্ড বহাল, জামিন হয়নি

Published

on

mahabur-manna.1jpgঢাকা:  গুলশান থানায় করা রাষ্ট্রদ্রোহ মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার রিমান্ড বাতিল পূর্বক জামিন আবেদন নাকচ করেছেন আদালত। এর ফলে মান্নার রিমান্ড রইলো। বৃহস্পতিবার মহানগর ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমানের আদালতে এ বিষয়ের শুনানি শেষে বিচারক ওই আদেশ দেন।

এদিন মান্নার আইনজীবী অ্যাডভোকেট আবদুল মান্নান খান ও অ্যাডভোকেট বেগ মাসুম জাহান আদালতে শুনানি করেন। শুনানিতে তারা বলেন, ‘পর পর দুইটি মামলায় ১৪দিনের রিমান্ডে মান্না গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। তার অবস্থা ভালো নয়। তার হার্টের বাইপাস বা ওপেনহার্ট সার্জারি প্রয়োজন হতে পারে। এমতাবস্থায় তার রিমান্ড বাতিল করে সুচিকিৎসার ব্যবস্থা করা একান্ত আবশ্যক।’

এরপর আবদুল মান্নান খান ২৫ বিএলবি এর ১৮৫ নম্বর থেকে হাইকোর্টের একটি সিদ্ধান্ত (শৈবাল সাহা পার্থের রিমান্ড বাতিল পূর্বক চিকিৎসা) তুলে ধরে মান্নার রিমান্ড পুনর্বিচেনা করে চিকিৎসার আদেশ দেয়ার আবেদন জানান। শুনানি শেষে বেচারক পরে আদেশ দেবেন বলে জানান।

এর আগে গত বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মান্নার রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদনের প্রেক্ষিতে শুনানির জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করা হয়।

গত ৭ মার্চ এই মামলাটিতে (রাষ্ট্রদ্রোহ) মান্নার ১০ দিন রিমান্ড মঞ্জুর করেছিলেন ম্যাজিস্ট্রেট আতাউল হক।  এর আগে ২৫ ফেব্রুয়ারি সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা আরেকটি মামলায় ১০ দিনের রিমান্ডে ছিলেন মান্না।

সরকার উৎখাতের ষড়যন্ত্র করার অভিযোগে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের এই মামলাটি করা হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *