Connect with us

আন্তর্জাতিক

মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম দোষী সাব্যস্ত

Published

on

d4c2c86f82044859bf6353e3e1ffd83d_18আন্তর্জাতিক ডেস্ক:

বিকৃত যৌনাচারের অভিযোগে মালয়েশিয়ার সর্বোচ্চ আদালত দেশটির বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিমকে দোষী সাব্যস্ত করেছে। তার বিরুদ্ধে আনীত সমকামিতার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়। এদিকে তিনি তার বিরুদ্ধে আনা এ অভিযোগ প্রত্যাখান করে বলেছেন, রাজনৈতিকভাবে তাকে খাটো করতেই ষড়যন্ত্রমূলকভাবে এ মামলা দায়ের করা হয়েছে। এ রায় ঘোষণার পরপরই প্রধান বিচারপতি আরিফিন জাকারিয়া বলেন, আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে আগের আদালতের দেয়া ‘পাঁচ বছরের সাজা আমরা বহাল রেখেছি।  রায়ে ৬৭ বছর বয়সী ইব্রাহিমকে রাজনৈতিক সহকর্মীর সঙ্গে বিকৃত যৌনাচারে লিপ্ত হওয়ার কারণে দোষী সাব্যস্ত করা হয়েছিল। মুসলিম প্রধান মালয়েশিয়ায় বিকৃত যৌনাচার আইনত নিষিদ্ধ। দেশটিতে এই ধরনের অপরাধে সর্বোচ্চ ২০ বছরের সাজা দেয়ার বিধান আছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *