Connect with us

জাতীয়

মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাচ্ছে ১০৮ সাংস্কৃতিক কর্মী

Published

on

mukস্বাধীন বাংলা বেতার কেন্দ্রে অংশগ্রহণকারী এবং মুক্তিযুদ্ধকালে গঠিত সাংস্কৃতিক সংগঠনের শব্দ সৈনিকদের (সাংস্কৃতিককর্মী) মোট ১০৮ জনকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছে সরকার।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সুপারিশ অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মঙ্গলবার এ ১০৮ জনকে মুক্তিযুদ্ধের স্বীকৃতি দিয়ে আদেশ জারি করেছে।

মুক্তিযোদ্ধার স্বীকৃতিপ্রাপ্ত উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন- অভিনেতা আলী জাকের, সুরকার শেখ সাদী খান, প্রয়াত গীতিকার ও ভাষাসৈনিক গাজীউল হক, সঙ্গীত শিল্পী বুলবুল মহলানবীশ, প্রয়াত চলচ্চিত্রকার জহির রায়হান, কবি আসাদ চৌধুরী, অভিনেতা সৈয়দ হাসান ইমাম, সুরকার ও সঙ্গীত পরিচালক সুজেয় শ্যাম, অভিনেত্রী লায়লা হাসান, সাংবাদিক আবু তোয়াব খান, কবি কাজী রোজী, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, কবি মহাদেব সাহা, সঙ্গীত শিল্পী কাদেরী কিবরিয়া, কথা সাহিত্যিক মাহবুব তালুকদার, কবি নির্মলেন্দু গুণ।

ঢাকা জেলার ২৬, মাদারীপুরের ৩, শরিয়তপুরের ১, রাজবাড়ীর ১, মুন্সিগঞ্জের ৬, গোপালগঞ্জের ২, নারায়ণগঞ্জের ১, গাজীপুরের ১, নরসিংদীর ১, কিশোরগঞ্জের ২, কুমিল্লার ৬, ব্রাহ্মণবাড়িয়ার ৬, ফেনীর ২, চট্টগ্রামের ১০, ভোলার ১, রবিশালের ৩, বরগুনার ১, সিলেটের ৪, বাগেরহাটের ২, সাতক্ষীরার ২, যশোরের ১, মেহেরপুরের ১, কুষ্টিয়ার ৫, গাইবান্ধার ৩, রংপুরের ১, নীলফামারীর ২, নাটোরের ১, রাজবাড়ীর ৪, সিরাজগঞ্জের ৫ পাবনার ১ ও নেত্রকোণা জেলার ২ জন সাংস্কৃতিক কর্মী মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *