Connect with us

আন্তর্জাতিক

মুরসি বিরোধী অভ্যুত্থানে অর্থ ঢেলেছে আরব আমিরাত

Published

on

downloadআন্তর্জাতিক ডেস্ক:

মিশরের প্রথম গণতান্ত্রিক ভাবে  নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি বিরোধী সামরিক অভ্যুত্থানে সংযুক্ত আরব আমিরাত সহায়তা করেছে। মিশরের টিভি কেন্দ্র মেকামিলিন এ সংক্রান্ত অডিও ক্লিপ ফাঁস করে দিয়েছে। এই সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে মুরসি ক্ষমতা হারান এবং মিশরের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন আবদেল ফাত্তাহ সিসি। ফাঁস করে দেয়া অডিও ক্লিপটি ২০১৩ সালের জানুয়ারি মাসের বলে ধারণা করা হচ্ছে। এতে দেখা যাচ্ছে মিশরের সামরিক অভ্যুত্থান ঘটনর জন্য তহবিল যুগিয়েছে এবং এ অভ্যুত্থানকে সমর্থন করছে সংযুক্ত আরব আমিরাত। সিসির দফতরের ব্যবস্থাপক জেনারেল আব্বাস কামিল এবং সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রী  সুলতান আজ-জাবারের মধ্যে আলোচনার এ অডিওতে মিশরের সেনাবাহিনীকে নতুন করে তহবিল যোগানোর আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া, অডিও ক্লিপিংয়ের অন্য অংশে জেনারেল কামিলকে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষামন্ত্রী  সোভাই সুদকি’র সঙ্গেও কথা বলতে শোনা যায়। মিশর সেনাবাহিনীর অভ্যুত্থান পরিকল্পনা ফাঁস করে না দেয়ার বিষয়টি নিশ্চিত করতে সুদকি’র প্রতি আহ্বান জানান তিনি। সিসি সরকারের প্রধান মদদদাতা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েত। মিশরের  তৎকালীন সেনাপ্রধান সিসি ক্ষমতা গ্রহণের পর তাকে ১২০০ কোটি ডলার দেয়ার প্রতিশ্র“তি দিয়েছে এ তিন দেশ। গণআন্দোলনের মধ্য দিয়ে মিশরের দীর্ঘ দিনের স্বৈরশাসক হোসনি মুবারকের পতনের পর ইখওয়ানুল মুসলেমিন সমর্থিত মুরসি মিশরে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। কিন্তু ২০১৩ সালে তাকে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে উৎখাত করেন সিসি।

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *