Connect with us

জাতীয়

মেজর হানিফ আটক হওয়ার অভিযোগ

Published

on

ovijogস্টাফ রিপোর্টার:

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) হানিফ পুলিশের হতে আটক হয়েছেন বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমানের বনানীর বাসার সামনে গত কাল ভোরে তিনি আটক হয়েছেন বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির। তিনি জানান, একুশে ফেব্র“য়ারি ভোরে বনানীর ডিওএইচএস-এর বাসার সামনে অপেক্ষায় ছিলেন হানিফ। সেখান থেকে লে. জেনারেল (অব.) মাহবুবকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। এরপর সেখান থেকে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। তিনি আরও বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর জন্য স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমানের বনানীর বাসায় যাচ্ছিলেন হানিফ। তখন বাসার কাছ থেকে পুলিশ তাকে আটক করে।
তবে হানিফকে আটকের ঘটনা অস্বীকার করেছে পুলিশ। বনানী ও গুলশান থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, হানিফ নামে বিএনপির কোনো নেতাকে গ্রেপ্তার করা হয়নি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তারাও গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করে। এ ব্যপারে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার ইফতেখার আলম বলেন, “বিএনপি নেতা মেজর (অব.) হানিফের গ্রেপ্তার খবর আমাদের জানা নেই।”

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *