Connect with us

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত

Published

on

 

usaঅনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের লুইজিয়ানায় বন্দুকধারীদের গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন আরও ৭ পুলিশ সদস্য। রবিবার সকালে লুইজিয়ানার ব্যাটন রগ এলাকায় এ ঘটনা ঘটে। মার্কিন টেলিভিশন সিএনএন-এর লাইভ খবরে এ তথ্য জানা গেছে।
নিজস্ব সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ৭ পুলিশ গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তবে নিহত পুলিশের সংখ্যা কোনও কর্মকর্তা নির্দিষ্ট করে বলতে পারেননি।
তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র সিএনএনকে জানিয়েছে, এয়ালাইন হাইওয়ে অ্যাসল্ট রাইফেলসহ বন্দুকধারীর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপরই ওই বন্দুকধারী গুলিবর্ষণ শুরু করে। আহত পুলিশ কর্মকর্তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
ইস্ট ব্যাটন রগের মেয়র কিপ হলডেন জানান, কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে পুলিশ কর্মকর্তা ডেপুটি শেরিফ থাকতে পারেন।
কিপ হলডেন বলেন, পুলিশ এখনও ঘটনাস্থলে রয়েছে। তদন্ত করা হচ্ছে। এখন আমরা ঘটনাস্থলে ফোর্স জড়ো করছি। ধারণা করা হচ্ছে হামলাকারীও গুলিতে নিহত হয়েছে। তিনি জানান, সবকিছু খুব দ্রুত ঘটছে। নিশ্চিত হওয়ার মতো সময় পাওয়া যাচ্ছে না। কর্তৃপক্ষ হামলার বিস্তারিত এখনও জানাতে পারেনি।
ব্যাটন রগ পুলিশ কর্পোরাল লেফটেন্যান্ট জেনারেল ম্যাকেনলি জানান, বেশ কয়েকজন কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। তবে তিনি আহতদের অবস্থা সম্পর্কে কিছু জানাতে পারেননি। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে বলে জানান তিনি।
এনবিসি জানিয়েছে, স্থানীয় পুলিশ সদর দফতরের কাছেই এ ঘটনা ঘটেছে। পুলিশ বিভাগের মুখপাত্র সার্জেন্ট ডন কপ্পোলা এনবিসিকে জানিয়েছেন, কতজন পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন এবং তাদের অবস্থা কী সে সম্পর্কে তিনি এখনও জানেন না।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্যাটন রগে বন্দুকধারীদের গুলিতে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। তবে রয়টার্স নিহতের কথা উল্লেখ করেনি। সূত্র: সিএনএন, এনবিসি নিউজ, রয়টার্স।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *