Connect with us

আন্তর্জাতিক

যৌন নির্যাতন: ক্যাথলিক ধর্মগুরুকে ১৯ বছরের দণ্ড

Published

on

856b755e6c308444e1bdbb9df7262495_XLআন্তর্জাতিক ডেস্ক:

শিশুদের ওপর যৌন নির্যাতনের অপরাধে একজন রোমান ক্যাথলিক ধর্মগুরুকে ১৯ বছরের কারাদণ্ড দিয়েছে কানাডার একটি আদালত। রায়ে আদালত বলেছে, কানাডার দূরবর্তী ইগলুলিক জাতির কাছে খ্রিষ্টধর্ম প্রচার করতে গিয়ে ৩৫ বছর আগে সেখানকার শিশুদের ওপর যৌন অপরাধ চালিয়েছেন বেলজিয়ামে জন্মগ্রহণকারী ধর্মযাজক এরিক দেজায়েগার। বিচারক রবার্ট কিলপ্যাট্রিক তার রায়ে বলেন, উচ্চতর নৈতিক গুণাবলীসম্পন্ন মানুষ হিসেবে পরিচিত ব্যক্তিরা যাতে আর এ ধরনের জঘন্য অপরাধ ঘটাতে না পারে সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন। সেইসঙ্গে শিশু ও কিশোরদের ওপর যৌন নির্যাতনের ঘটনা প্রতিহত করার জন্য এ ধর্মগুরুকে ১৯ বছরের কারাদণ্ড দেয়া হলো। গত সেপ্টেম্বরে দেজায়েগারের বিরুদ্ধে যৌন নির্যাতন সংক্রান্ত ৭০টি অভিযোগের মধ্যে ৩১টি প্রমাণিত হয়। প্রমাণিত অভিযোগগুলোর একটি ছিল কুকুরের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন সম্পর্কিত। তার নির্যাতনের শিকার অন্তত ২০ ব্যক্তি আদালতে সাক্ষ্য দিতে গিয়ে বলেছেন, ধর্মগুরু দেজায়েগার তাদেরকে হুমকি দিয়ে বলেতেন, তারা যদি তার যৌনতার আহ্বানে সাড়া না দেয় কিংবা এ অপকর্মের কথা প্রচার করে দেয় তাহলে তারা নরকের আগুনে জ্বলবে। তিন দশক আগে কানাডায় এ জঘন্য অপকর্ম করে বেলজিয়ামে ফিরে গিয়েছিলেন ওই ধর্মযাজক। ২০১১ সালের জানুয়ারি মাসে ব্রাসেলস সরকার তাকে আটক করে কানাডার হাতে তুলে দেয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *