Connect with us

দেশজুড়ে

রংপুরে সাংবাদিক নির্যাতন ও প্রতিরোধ কমিটির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

Published

on

IMG_0065নিজস্ব প্রতিবেদক, রংপুর: 
গত ২৩ ডিসেম্বর দৈনিক যুগের আলো পত্রিকার স্টাফ রির্পোটার ও রংপুর সিটি প্রেস ক্লাবের সদস্য মশিউর রহমান ওরফে উৎস রহমানকে দুর্বৃত্তরা অফিস থেকে ডেকে নিয়ে গিয়ে নগরীর ধান গবেষনা ইন্সষ্টিটিটড এর পাশে গাছে বেধেঁ কুপিয়ে নৃশংস ভাবে হত্যা করে। পরে এই ঘটনায় ধারাবাহিক ভাবে রংপুরের সাংবাদিক সমাজ বিক্ষোভ মিছিল ,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও স্মারকলিপি প্রদান করে।এর পরেও মামলার অগ্রগতি না হওয়ায় সাংবাদিক সমাজ আবারো ফুসেঁ উঠে। প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে গতকাল মঙ্গলবার সকালে নগরীর কাচারী বাজার এলাকায় মানববন্ধন প্রতিবাদ সমাবেশ করেছে রংপুর সাংবাদিক নির্যাতন ও প্রতিরোধ কমিটি। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ও কমিটির আহবায়ক সাংবাদিক সাঈদ আজিজ চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন দৈনিক অর্জন পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান হাবিব, দৈনিক যুগের আলো পত্রিকার সহকারী বার্ত সম্পাদক সাংবাদিক নজরুল মৃধা, দৈনিক নতুন স্বপ্ন পত্রিকার বার্তা সম্পাদক হাজী মারুফ, দৈনিক যুগের আলো পত্রিকার স্টাফ রির্পোটার রবিউল ইসলাম দুখু প্রমুখ। বক্তারা রংপুরের আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা আগামী ৭২ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতারের দাবী জানান।এর পরেও প্রশাসন আসামীদের গ্রেফতার করতে ব্যর্থ হলে কঠোর কর্মসূচী গ্রহন করবে। পরে উৎস রহমানের প্রকৃত অপরাধীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে রংপুর জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের নিকট স্মারকলিপি দেন। স্মারকলিপি প্রদান সময় জেলা প্রশাসক রাহাত আনোয়ার বলেন, উৎস রহমানের হত্যাকারীদের দ্রæত গ্রেফতারের জন্য প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। পরে রংপুরে সাংবাদিক নির্যাতন ও প্রতিরোধ কমিটি রংপুর জেলা পুলিশ সুপার আব্দুর রাজ্জাক এর নিকট স্মারকলিপি প্রদান করেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *