Connect with us

দেশজুড়ে

রংপুর পীরগঞ্জে স্কুল ভবনে ফাটল ও হেলে পড়ায় আতংক

Published

on

Pirgonj Rangpurপীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি: উপজেলার রসুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা আতংকেই খোলা আকাশের নীচে ১ম সাময়িক পরীক্ষা দিচ্ছে। বেশীরভাগ শিক্ষার্থী ভয়ে স্কুলে আসেনি। গত শনি ও রোববারের দু’দফার ভূ-কম্পনের ফলে বিদ্যালয়ের দ্বি-তল ভবনে ফাটল ও দক্ষিনে একটু হেলে পড়ায় ওই আতংকের সৃষ্টি হয়। অপর দিকে বিলম্বে শিক্ষকের উপস্থিতির কারনে এমসির সদস্যসহ এলাকাবাসী স্কুলে তালা ঝুলিয়ে দেয়। অবশ্য আলোচনার মাধ্যমে একটু পরেই তালা খুলে দেয়া হয়।

জানা গেছে, ২০১২-২০১৩ অর্থ বছরে বিদ্যালয়ের উর্ধ্ব মুখী দ্বি-তল ভবন নির্মান কাজ শুরু হয়। গত বছরের সেপ্টম্বর মাস থেকে ভবনটিতে পাঠদান কার্যক্রম চলে আসছিলো। গত শনিবারের ভূ-কম্পনে ওই ভবনের দেয়ালে সামান্য ফাটল দেখা দেয়। পরদিন রোববারের ভূ-কম্পনের ফলে ওই ফাটল আরও বেড়ে যায়। পাশাপশি ভবনটি দক্ষিনে একটু হেলে পড়ে। এ দিন তাড়া হুড়ো করে নামতে গিয়ে ১০/১৫জন শিক্ষার্থী আহত হয়। ফলে ভয়ে আতংকে শিক্ষার্থীরা ওই ভবনে ক্লাশ করছেনা। ফলে গতকাল প্রথম সাময়িক পরীক্ষা খোলা আকাশের নীচেই দিয়েছে ছাত্র-ছাত্রীরা। ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা: জাহানারা বেগম বলেন, ভূ-কম্পনে দেয়ালে ফাটল দেখা দেয়া ছাড়াও ভবনটি দক্ষিনে সামান্য হেলে গেছে। তাই আতংকেই শিক্ষার্থীরা স্কুলের মাঠে পরীক্ষা দিচ্ছে। দ্বি-তল ভবন নির্মান কাজ শেষ হবার পর গত বছরের সেপ্টেম্বর মাস থেকে এখানে ক্লাস নেয়া হয়। ভু-কম্পনের ফলে ফাটল ও হেলে যাওয়ায় আতংকে ও ভয়ে ছাত্র-ছাত্রীরা ওই ভবনে যাচ্ছেনা।

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *