Connect with us

দেশজুড়ে

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী হলেন যারা

Published

on


আমিরুল ইসলাম,রংপুর
: বহুল আলোচিত রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জনতার মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা। প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে মোস্তফার লাঙ্গল প্রতীকের কাছে লজ্জাজনকভাবে ধরাশয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও সাবেক মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুকে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত পৌনে বারোটায় সময় বে-সরকারিভাবে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন রসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার।

তিনি জানান, নগরীর ১৯৩টি কেন্দ্রের ভোট গণনা শেষে ১ লক্ষ ৬০ হাজারেরও বেশি ভোটে পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন মোস্তফাজিার রহমান মোস্তফা। এবার রংপুর সিটিতে মোট ভোটার সংখ্যা ছিলো ৩ লক্ষ ৯৩ হাজার ৯৯৪ জন। এর মধ্যে ২ লক্ষ ৯২ হাজার ৭২৩ জন ভোট প্রদান করেছেন। ভোট পড়েছে ৭৪.২৯ শতাংশ।

বৃহস্পতিবার সকাল আটটা থেকে নগরীর ৩৩টি ওয়ার্ডের ১৯৩টি ভোটকেন্দ্রের ১ হাজার ১২২টি বুথে ভোটপ্রদান শুরু করেন ভোটাররা। বিরতিহীনভাবে একটানা আট ঘন্টা ভোট গ্রহণ চলে। বিকেল চার পর কেন্দ্রে কেন্দ্রে শুরু হয় ভোট গণনা। এবার এই সিটির একটি কেন্দ্রে ডিভিএম ব্যবহারের পাশাপাশি তিনটিতে সিসি ক্যামেরা বসানো হয়েছিলো।

রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার আরো জানানা, ১৯৩টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙ্গল) ১ লক্ষ ৬০হাজার ৪’শ ৮৯ ভোট পেয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু (নৌকা) ৬২হাজার ৪০০ ভোট এবং ধানের শীষ প্রতীকে বিএনপির কাওছার জামান বাবলা পেয়েছেন ৩৫ হাজার ১’শ ৩৬টি ভোট। এছাড়াও বাকি চার মেয়র প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের এটিএম গোলাম মোস্তফা বাবু (হাতপাখা) পেয়েছেন ২৪ হাজার ৬ ভোট, বাসদের আবদুল কুদ্দুস (মই) ১ হাজার ২’শ ৬২, ন্যাশনাল পিপলস পার্টির সেলিম আখতার (আম) মাত্র ৮’শ ১১ ভোট এবং সদ্য জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা হোসেন শাহরিয়ার আসিফ (হাতি) ২ হাজার ৩’শ ১৯টি ভোট পেয়েছেন।

৩৩টি ওয়ার্ডে নির্বাচিত সাধারণ কাউন্সিলররা:
১ নং ওয়ার্ড- রফিকুল ইসলাম, ২ নং ওয়ার্ড-আবুল কালাম আজাদ (লাটিম), ৩ নং ওয়ার্ড-লিটন হাজী (টিফিন ক্যারিয়ার), ৪ নং ওয়ার্ড-রফিকুল ইসলাম, ৫ নং ওয়ার্ড-মোখলেছুর রহমান তরু, ৬ নং ওয়ার্ড-লেবু (ঘুড়ি), ৭ নং ওয়ার্ড-মাহাফুজার রহমান মাফু (ঠেলাগাড়ী) ৮ নং ওয়ার্ড-মঞ্জুম কুঠিয়াল, ৯ নং ওয়ার্ড-নজরুল ইসলাম দেওয়ানী (ঘুড়ি), ১০ নং ওয়ার্ড-নাইছুর রহমান নাজু (টিফিন ক্যারিয়ার), ১১ নং ওয়ার্ড-লুৎফর রহমান (টিফিন ক্যরিয়ার), ১২ নং ওয়ার্ড-রবিউল ইসলাম রতন, ১৩ নং ওয়ার্ড-ফজলে এলাহি ফুলু (টিফিন ক্যারিয়ার), ১৪ নং ওয়ার্ড- শফিকুল ইসলাম মিঠু (লাঠিম), ১৫ নং ওয়ার্ড-জাকারিয়া আলম শিবলু (ট্রাক্টর), ১৬ নং ওয়ার্ড-আমিনুর রহমান (ঘুড়ি), ১৭ নং ওয়ার্ড-গফফার আলী (ঘুড়ি), ১৮ নং ওয়ার্ড-লাইকো (ট্রাক্টর) ১৯ নং ওয়ার্ড-মাহামুদুর রহমান টিটু (টিফিন ক্যারিয়ার), ২০ নং ওয়ার্ড-তৌহিদুল ইসলাম (লাটিম), ২১ নং ওয়ার্ড- মাহাবুবার রহামন মঞ্জু (ঘুড়ি) ২২ নং ওয়ার্ড- মিজানুর রহমান মিজু (মিষ্টি কুমড়া), ২৩ নং ওয়ার্ড-মোঃ সেকেন্দার আলী (ঘুড়ি), ২৪ নং ওয়ার্ড-রফিকুল ইসলাম, ২৫ নং ওয়ার্ড-মোঃ নুরুনব্বী ফুলু (লাটিম), ২৬ নং ওয়ার্ড- সাইফুল ইসলাম ফুলু, ২৭ নং ওয়ার্ড- হারুন, ২৮ নং ওয়ার্ড-(টিফিন ক্যারিয়ার), ২৯ নং ওয়ার্ড-মোক্তার হোসেন (করাত), ৩০ নং ওয়ার্ড-আরজু, ৩১ নং ওয়ার্ড শামছুল আলম, ৩২ নং ওয়ার্ড-শামিম (লাটিম), ৩৩ নং ওয়ার্ড-সিরাজ (ট্রাক্টর)।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর:
৭,৮,৯ নং ওয়ার্ড -আফরোজা আকতার সুইটি (মোবাইল), ১৮,২০,২২ নং ওয়ার্ড -ফেরদৌসী বেগম (জিপ গাড়ী), ২১,২৬,২৭ নং ওয়ার্ড – মনোয়ারা সুলতানা মলি (জিপ গাড়ী), ২৩,২৪,২৫ নং ওয়ার্ড- হাসনা বানু (জিপ গাড়ী), ২৮,২৯,৩০নং ওয়ার্ড- ফরিদা কালাম (চশমা)।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *