Connect with us

আন্তর্জাতিক

রাহুল, কেজরিওয়ালসহ ৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

Published

on

jakia..rahul_103920বিডিপি ডেস্ক: ভারতের জওহরলাল বিশ্ববিদ্যালয় (জেএনইউ) বিতর্কে এ বার নতুন ঝড়। কানহাইয়া কুমারকে সমর্থন করায় কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী, দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, সিপিআই (এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ও ডি রাজাসহ নয় জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে হায়দরাবাদের সারওরনগর থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে ।
কংগ্রেস ও শীর্ষস্থানীয় বাম নেতাদের পাশাপাশি সংযুক্ত জনতা দলের সাংসদ কে সি ত্যাগী ও জেএনইউয়ের দুই ছাত্র কানহাইয়া কুমার ও উমর খালিদের বিরুদ্ধেও দেশদ্রোহের অভিযোগ এনেছে হায়দরাবাদের পুলিশ।
অবশ্য হায়দরাবাদ পুলিশের দাবি, জনৈক আইনজীবী জনার্ধন গৌড়ের অভিযোগ আমলে নিয়ে আদালতের দেয়া আদেশের পরিপ্রেক্ষিতে এই এফআইআর দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গৌড় অভিযোগ করেন, দিল্লী পুলিশ কানহাইয়া কুমারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ করেছে এটা জানা সত্ত্বেও রাহুল ও অন্য নেতারা জেএনইউয়ে গিয়েছিলেন এবং তারা দেশদ্রোহীদের সমর্থন করেছেন। রাহুলদের সেই কাজ আসলে দেশদ্রোহেরই নামান্তর। ফলে যারা দেশদ্রোহ করেছে এবং যারা সেই কাজ সমর্থন করেছেন দু’পক্ষের বিরুদ্ধেই একই ভাবে মামলা করার জন্য পুলিশকে নির্দেশ দিতে আদালতে আর্জি জানান গৌড়।
সারওরনগরের পুলিশ পরিদর্শক এস লিঙ্গাইয়া জানান, আদালতের আদেশের ভিত্তিতেই গতকাল রোববার নয় জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এই মামলার পরবর্তী ৪ মার্চ অনুষ্ঠিত হবে। পুলিশ জানিয়েছে, মামলাটি দিলীøতে সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দেওয়ার কথা ভাবা হচ্ছে। এ নিয়ে আইনি পরামর্শও নিচ্ছে তারা।
দিল্লীতে কংগ্রেস এই ঘটনার তুমুল সমালোচনা করেছে। দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা অভিযোগ করেন, মোদি সরকারের দলিত ও গরিব-বিরোধী নীতি নিয়ে যারাই সমালোচনা করেন, তাদের মুখ বন্ধ করতে তৎপর হয় বিজেপি ও তাদের শরিকরা।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *