Connect with us

শিক্ষাঙ্গন

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের লাগাতার কর্মবিরতি শুরু

Published

on

begum_12295তপন কুমার রায়, বেরোবি প্রতিনিধি: অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবমাননা ও অন্যান্য অসঙ্গতি দূরীকরণের দাবিতে লাগাতার সর্বাত্মক কর্মবিরতি শুরু করেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী আজ সোমবার থেকে এই কর্মবিরতির ডাক দিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শিক্ষকদের কর্মবিরতির ফলে বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগের কোনোটিতেই ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয় নি। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা।  শিক্ষক সমিতির সভাপতি ড. আর এম হাফিজুর রহমান বলেন, গত আট/নয় মাস থেকে শিক্ষকগণ তাঁদের ন্যায্য দাবিতে আন্দোলন করে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেনি। তাই সর্বাত্মক কর্মবিরতিতে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। আশা করি, দ্রুত সরকার এই সমস্যার সমাধান করবে।  বেরোবি শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক ড.পরিমল চন্দ্র বর্মণ বলেন, শিক্ষদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত  থাকবে। সান্ধ্যকালীন কোর্সসমূহের ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে। তিনি আরও জানান, তবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে চলমান ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত কার্যক্রম এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *