Connect with us

আন্তর্জাতিক

রোহিঙ্গা মুসলমানদের নাগরিকত্ব দিতে অস্বীকৃতি মিয়ানমারের

Published

on

thai-talk-last-jpg-e-21825

আন্তর্জাতিক ডেস্ক:  দক্ষিণ-পূর্ব এশিয়ায় অভিবাসী সঙ্কট সমাধানে রোহিঙ্গা মুসলমানদের নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার জানিয়েছেন মিয়ানমার। ব্যাংককে শুক্রবার অভিবাসী সঙ্কট নিয়ে একদিনের বৈঠকে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR-এর পক্ষ থেকে মিয়ানমারকে রোহিঙ্গাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান জানানো হয়।

তবে আলোচনায় যোগ দেয়া মিয়ানমারের প্রতিনিধি দলের প্রধান তিন লিন এককভাবে তাদের দায়ভার নিতে অস্বীকৃতি জানান। বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ ১৭টি দেশ এ আলোচনায় অংশ নিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ পশ্চিমা কয়েকটি দেশ এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশন UNHCR, অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা IOM সহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার পর্যবেক্ষকদেরও এই বৈঠকে অংশ নিয়েছে। বৈঠকে, অভিবাসী সংকটের মূল কারণ খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন থাই পররাষ্ট্রমন্ত্রী।

সেইসঙ্গে, রোহিঙ্গা ইস্যু সমাধানে কার্যকর ও ফলপ্রসূ পদক্ষেপ নেয়ার ব্যাপারে আশা প্রকাশ করছে ব্যাংকক। এদিকে, দক্ষিণ এশীয় সাগরগুলোতে ভাসমান কয়েক হাজার অভিবাসীকে আবারও দ্রুত উদ্ধারের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *