Connect with us

কুড়িগ্রাম

রৌমারী সদরের উত্তরপাড়া গ্রামের রাস্তার বেহালদশা

Published

on

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: রৌমারী সদর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের রাস্তাটিতে গভীর খাদের সৃষ্টি হওয়ায় যানবাহন ও জনসাধারনের চলাচলের মারাত্মক ভাবে ব্যাহত সৃষ্টি হয়েছে। ইউপি চেয়ারম্যান ও মেম্বাদের বলার পরও মেরামতের কোন উদ্যোগ নেওয়া হয়নি।
গ্রামবাসিরা জানান, দীর্ঘ দিন পর এ রাস্তাটি সংস্কার করা হলেও তা কয়েক দিনের মধ্যেই আবারো গভীর খাদের সৃষ্টি হয়। ফলে ঐ রাস্তাটিতে গভীর খাদের সৃষ্টি হওয়ায় যানবাহন ও জনসাধারনের চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। উত্তরপাড়া গ্রামে ডিসি রাস্তা সংলগ্ন সৌরভউল্লার বাড়ি থেকে পশ্চিমে আব্দুল মান্নানের বাড়ি পর্যন্ত মাত্র ৩শ’ গজ এ রাস্তার বেহালদশা। ইতিমধেই ঐ রাস্তাটি দিয়ে জনসাধারনের যাতায়াত বন্ধ হয়ে গেছে। পাশেই একটি সংস্থা ব্র্যাক অফিস চলমান থাকলেও রাস্তাটি সংস্কার করার উদ্যোগ নেওয়া হচ্ছেনা। উত্তরপাড়া গ্রামের আছকের আলী ও আবুল কালাম বলেন, কতবার যে চেয়ারম্যান ও মেম্বারদের বলছি আমাদের এ রাস্তাটি মেরামতের জন্য। তারা কোন নজরে দেয়না। রাস্তাটি মেরামত সহ একটি গাইডওয়াল নির্মাণ করা জরুরী।
এব্যাপারে রৌমার সদর ইউপি সদস্য রবিউল করিম বলেন, এর আগে মাটিকাটা হয়েছে। বৃষ্টির পানিতে সেটা আবারো ভেঙ্গে গেছে। আগামীতে বরাদ্ধ পেলে রাস্তাসহ গাইডওয়াল নির্মাণ করে দেওয়া হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *