Connect with us

জাতীয়

র‌্যাব-পুলিশের মধ্যে কোন বিরোধ নেই: আইজিপি

Published

on

igpপুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছেন, সিআইডি, স্পেশাল ব্রাঞ্চ, শিল্প পুলিশ, নৌ পুলিশ, টুরিস্ট পুলিশের মতো র‌্যাবও পুলিশের একটি ইউনিট। র‌্যাবও আইজি’র তত্ত্বাবধানে পরিচালিত একটি বাহিনী। এলিট ফোর্স হওয়ায় র‌্যাব নিয়ে আমরা গর্ব করি। একই পরিবারের ভাই-বোন, ভাই-ভাইয়ের মধ্যে বিরোধ থাকে। এ ধরনের বিরোধ থাকতেই পারে। এটা বড় কিছু নয়, কোন কনফ্লিক্ট নেই। এটা এমনি এমনিই শেষ হয়ে যায়।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় বরিশাল আর আর এফ পুলিশ লাইনসের নবনির্মিত ব্যারাক ভবন উদ্বোধন শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইজিপি।

তিনি বলেন, র‌্যাব-পুলিশের দ্বন্ধ নিয়ে গণমাধ্যমে যেটা এসেছে, সেটা দুঃখজনক। সেটা না আসাই উচিত ছিলো। গণমাধ্যমের বিষয়টি পজিটিভলী দেখা উচিত, যে এটা বড় কিছু নয়। আমরা সবাই একসাথে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য একটা। আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং মানুষকে স্বস্তি ও নিরাপত্তা দেয়া। সেই অভিস্ট লক্ষ্য সামনে রেখে সব আইন শৃঙ্খলা বাহিনী পারিবারিক বন্ধনের মধ্য থেকে একযোগে কাজ করে যাচ্ছে। আমাদের (র‌্যাব-পুলিশ) মধ্যে কোন বিরোধ নেই। কোন সমস্যা নেই।

এর আগে নবনির্মিত ব্যারাক ভবন উদ্বোধনের পর মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আইজিপি। এ সময় মেট্রোপলিটন কমিশনার এসএম রুহুল আমিন, বরিশাল রেঞ্জের ভারপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মো. আকরাম হোসেন, বিএমপি’র অতিরিক্ত কমিশনার মো. সায়েদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. হাবিবুর রহমান খান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) উত্তম কুমার পাল ও জেলা পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *