Connect with us

দেশজুড়ে

লক্ষ্মীপুরে টানা ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত

Published

on

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে টানা ভারী বর্ষণে পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। মেঘনার পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। জেলার নিম্নাঞ্চলগুলো বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে। বর্ষণ অব্যাহত থাকায় দিনমজুর ও বিভিন্ন পেশার মানুষ বাড়ি থেকে বের হতে পারছে না। উপার্জনের অভাবে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে স্বল্প আয়ের মানুষগুলো। ভারী বর্ষণে গ্রামের নিম্নাঞ্চলের রাস্তাঘাট, খালবিল, নদীনালা, পুকুর ও সবজিক্ষেত পানিতে ডুবে গেছে।
লক্ষ্মীপুরের চর রমনী মোহন ইউনিয়ন, লাহারকান্দি ইউনিয়নের আবির নগর এলাকায়, ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা, চর মনসা গ্রাম পানির নিচে ডুবে আছে। এদিকে পৌর শহরের শেখ রাসেল সড়ক, মোবারক কলোনি, শিল্পী কলোনি, মেঘনা রোড, মজিদ মাস্টার সড়ক ও সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নসহ বিভিন্ন এলাকাগুলোতে মাঝারি ও ভারি বৃষ্টির কারণে মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
অন্যদিকে লক্ষ্মীপুরের উপকুলীয় অঞ্চলগুলোতে টানা ভারী বর্ষণে ও মেঘনার নদীর উজানে পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ফলে রামগতি উপজেলার আজাদনগর, কমলনগর উপজেলার চর লরেন্স, হাজীহাট ও চর মার্টিন, রায়পুর উপজেলার চরপাতা, কেরোয়া, মধুপুর, দেনায়েরপুর, চরআবাবিল, বামানী ও হায়দরগঞ্জ সড়ক, রামগঞ্জ উপজেলার চন্ডিপাড়া, করপাড়া, চরলামচী ইউনিয়নের অধিকাংশ এলাকার রাস্তাঘাট, ঘর-বাড়ির আঙ্গিনা বৃষ্টির পানিতে ডুবে গেছে। ফলে এসব এলাকার প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
লক্ষ্মীপুর সদর উপজেলা ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রনি জানান, ইউনিয়নের হাজার মানুষ পানিবন্দী রয়েছে। চর মনসা, চরভূতা ও চর উভূতি গ্রাম বৃষ্টির পানিতে ডুবে আছে, মৎস্য হেচারিগুলো পানিতে বিলীন হয়ে গেছে। এছাড়াও শাক-সবজি ক্ষেতসহ কৃষি আবাদী ফসলের জমি বৃষ্টির পানিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান জানান, উপজেলাসহ বিভিন্ন স্থানে ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তবে এভাবে আরো কয়েকদিন বৃষ্টি হলে বন্যার হওয়ার আশঙ্কা রয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *