Connect with us

দেশজুড়ে

লক্ষ্মীপুরে ৭ দিন ব্যাপি বৃক্ষমেলার উদ্বোধন

Published

on

Lakshmipur Pic 19.07.2016 (1)লক্ষ্মীপুরে বৃক্ষমেলার উদ্বোধন উপলক্ষে র‌্যালি।

রুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে বৃক্ষরোপন অভিযান, কৃষি প্রযুক্তি উপলক্ষে সপ্তাহ ব্যাপি বৃক্ষমেলার উদ্ভোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা কৃষি অধিদপ্তর ও বন বিভাগের যৌথ আয়োজনে সপ্তাহ ব্যাপি বৃক্ষমেলার উদ্ভোধন করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী। এ মেলা আজ ১৯ জুলাই মঙ্গলবার থেকে শুরু হয়ে শেষ হবে ২৬ জুলাই পর্যন্ত চলবে। এতে ২০টি বৃক্ষ স্টল অংশগ্রহন করে।
এর আগে ‘জীবিকার জন্য গাছ-জীবনের জন্য গাছ’ এ শ্লোগানকে সামনে রেখে সদর উপজেলা পরিষদ প্রঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় বৃক্ষরোপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। পরে এক আলোচনা সভায় মিলিত হয় তারা। র‌্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী।

বন বিভাগীয় কর্মকর্তা (নোয়াখালী) মোঃ আমির হোসাইন চৌধুরী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) আ স ম মাহাতাব উদ্দিন, জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবৃদ গোলাম মোস্তফা, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ গোলাম ফারুক ভূইয়া, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান চৌধুরী প্রমূখ। আলোচনা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগন মেলায় আগত স্টলগুলো পরিদর্শন করেন।
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী বলেন, প্রতিবছরের মত এবারও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সপ্তাহ ব্যাপি বৃক্ষমেলা শুরু হয়েছে। এ জেলার মানুষের মাঝে বৃক্ষরোপনে সচেতনতা সৃষ্টি করতেই এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ২০টি স্ট্ল রয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *