Connect with us

দেশজুড়ে

লালমনিরহাটের হাতীবান্ধায় বন্যা দূর্গদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

Published

on

hh
জাহাঙ্গীর আলম রিকো,হাতীবান্ধা: লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলা হলরুমে শুক্রবার সকাল ১০টায় ২০১৬-২০১৭ অর্থবছরে প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র প্রান্তিক ক্ষতিগ্রস্থ বন্যা দূর্গত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ এনামুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সর্ম্পকৃত স্থায়ী কমিটির সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি। উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহাম্মেদ, উপজেলা কৃষকলীগের সভাপতি আলাউদ্দিন মিয়া, সিংগীমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, পাটিকাপাড়া ইউপি চেয়ারম্যান শফিউল আলম রোকন, অফিসার ইনচার্জ রেজাউল করিম প্রমূখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ৬শত জন কৃষকদের মাঝে ২০ কেজি গম ও ২৫ কেজি রাসায়নিক সার বিতরণ করেন । ইতিপূর্বে ১৭শ ১৯ জন কৃষকদের মাঝে শাক-সবজী, ভুট্টা, মাসকলাই, মুগ ডাল ও সরিষা বীজ বিতরণ করা হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *