Connect with us

দেশজুড়ে

হাতীবান্ধায় আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Published

on

fb_img_1477476759444জাহাঙ্গীর আলম রিকো,হাতীবান্ধা: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আলহাজ্ব শমসের উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ (DALA) প্রকল্পের আয়োজনে কিশোর কিশোরীদের মধ্যে আর্ন্তস্কুল ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। লেখাপড়ার পাশাপাশি উক্ত প্রতিযোগিতার মাধ্যমে কিশোর কিশোরীদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে একটি সুন্দর স্বপ্ন ও নিশ্চিত ভবিষ্যৎ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তঃস্কুল ক্রীড়া প্রতিয়োগিতা সম্পন্ন হয়েছে। উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন ৫টি বিদ্যালয়ের ক্রীড়া দল। প্রতিযোগিতার মধ্যে ছিল মেয়েদের ফুটবল টুর্নামেন্ট, ক্রাম প্রতিযোগিতা, মেয়েদের ক্রিকেট টুর্নামেন্ট, রির্সোস টিচারদের কুইচ প্রতিযোগিতা এবং শিক্ষকদের ভারসাম্য দৌড়। ক্রিকেট প্রতিযোগিতায় মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন হয় আলহাজ্ব শমসের উদ্দিন উচ্চ বিদ্যালয় এবং রানাস আপ শাহ গরীবুল­্যাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়।

মেয়ের ফুটবল টুর্নামেন্ট-এ চ্যাম্পিয়ন আলহাজ্ব শমসের উদ্দিন উচ্চ বিদ্যালয় এবং রানাসআপ গড্ডিমারী নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। উক্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে আলহাজ্ব শমসের উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নুর মোহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনীয় ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রংপুর বিভাগীয় শ্রেষ্ট বিদ্যুৎসাহী সমাজ সেবী মাহমুদুল হাসান সোহাগ, বিশেষ অতিথি সাবেক চেয়ারম্যান সেলিম হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ। অন্যান্যদের মধ্যে নওদাবাস কালীমোহন তফশীলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাক হোসেন সাগর, সাবেক অধ্যক্ষ আলহাজ্ব হাবীবুল্লাহ বাহার, প্ল্যান ইন্টান্যাশনাল বাংলাদেশের প্রজেক্ট কো-অর্ডিনেটর রকিবুল বাহার প্রমূখ। পরিশেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরুস্কার বিতরণ করেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *