Connect with us

দেশজুড়ে

লালমনিরহাটে এসএসসি’র ফল বিপর্যয়ের ঘটনায় ৯ শিক্ষক সাময়িক বরখাস্ত

Published

on

লালমনিরহাট প্রতিনিধি:  প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফল বিপর্যায়ের কারনে লালমনিরহাট কবি শেখ ফজলল করিম বালিকা উচ্চ বিদ্যালয়ের ভকেশনাল শাখার ৯ শিক্ষক বরখাস্থ।

রোববার বিকেলে জরুরী সভায় ৯জন শিক্ষককে সাময়িক ভাবে বরখাস্থ করেছেন বিদ্যালয়টির পরিচালনা পর্ষদ। সাময়িক বরখাস্থ হওয়া শিক্ষকরা হলেন, হাসান আলী(ইংরাজী), জরিনা বানু (সমাজ বিজ্ঞান), আব্দুল লতিব (গনিত), সাহেদুল ইসলাম (কারিগরি), আব্দুর রাজ্জাক (বাংলা), ছপিয়ার রহমান (ব্যবস্থপনা), সোলেমান আলী মন্ডল(কৃষি), আলতাব হোসেন (ধর্ম) ও শফিকুল ইসলাম(কম্পিউটার)।
কবি শেখ ফজলুল করিম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হক জানান, ওই বিদ্যালয়ের ভকেশনাল শাখা থেকে ৩৬জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেন। শনিবার ফলাফল প্রকাশ হলে ভকেশনাল শাখার ৩৬ পরীক্ষার্থীর কোন ফলাফল পাওয়া যায় নি। পরে শিক্ষা বোর্ডে যোগাযোগ করে দেখা যায় পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষার নম্বর পত্র বিলম্বে পৌছানোর কারনে তাদের ফলাফল আসে নি।
অবশেষে রোববার কারিগরি বোর্ড সংশোধনী ফলাফল প্রকাশ করলে তাতে ওই বিদ্যালয়ের ৩৬ জন শিক্ষার্থীর মধ্যে ১৪জন কৃতকার্য হলেও ২২জন অকৃতকার্য হন।
এরুপ ফল বিপর্যয়ের কারনে রোববার বিকেলে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ জরুরী ভাবে সভার আহবান করে। এতে ৯জন শিক্ষককে সাময়িক ভাবে বরখাস্থ করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ।
লালমনিরহাট কবি শেখ ফজলল করিম বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি এডভোকেট মতিয়ার রহমান বরখাস্থের সত্যতা নিশ্চিত করে বলেন, ৯জন শিক্ষক নিয়মিত ক্লাশ না করায় ফলাফলে বিপর্যয় ঘটে। এ জন্য ওই ৯জন শিক্ষককে সাময়িক ভাবে বরখাস্থ করা হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *