Connect with us

দেশজুড়ে

লালমনিরহাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ক্রীড়া সামগ্রী ও ফ্যান বিতরন

Published

on

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর উপজেলা পরিষদ কর্তৃক বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ক্রীড়া সামগ্রী, ফ্যান,স্প্রে মেশিন ও মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদের সৌজন্য তাদের হল রুমে ওই সব সামগ্রী বিতরন করেন উপজেলা চেয়ারম্যান একে, এম, মমিনুল হক,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম,ভাইস চেয়ারম্যান মহি উদ্দিন আহমেদ লিমন, মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা শাপলা ও উপজেলা প্রকৌশলী মোখলেছুর রহমান প্রমুখ।বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ওইসব পণ্য সামগ্রী বিতরনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, স্কুলের শিক্ষার্থীরা যাতে অন্য কোন নেশায় বা বিপতগামী না হয় এ জন্য আমরা আমাদের দায়িত্ব পালন করছি।আপনারা আপনাদের দায়িত্ব পালন করার পাশাপাশি শিক্ষার্থীদের সর্ম্পকে সচেতন সহ দায়িত্ব শীল হওয়ার শিক্ষকদের আহবান জানান তিনি।তিনি আরও বলেন,৩০তম বিসিএস পরীক্ষায় ৩৯ জনের মধ্যে লালমনিরহাটের কালিগঞ্জে মাত্র ১জন পাশ করেছে।এ জন্য শিক্ষকদের আপগ্রেড হওয়ার আহবান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। উল্লেখ্য,সদর উপজেলার ৬০টি শিক্ষা প্রতিষ্টানে ফুটবল,জার্সি ও ফ্যান,৫০টি পরিবারকে স্প্রে মেশিন এবং ১০জন হতদরিদ্র মহিলাকে সেলাই মেশিন দেয়া হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *