Connect with us

খেলাধুলা

শততম টেস্টে মুশফিকের ডিসমিসালের শতক

Published

on

কলম্বোর পি.সারা ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের ক্রিকেট ইতিহাসে শততম টেস্ট খেলছে বাংলাদেশ। আর এই চলমান টেস্টে উইকেটরক্ষক হিসেবে নিজের ক্যারিয়ারে ডিসমিসালেরও সেঞ্চুরি করলেন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম। কলম্বো টেস্টের চতুর্থ দিন শেষে উইকেটরক্ষক হিসেবে মুশির ডিসমিসাল মোট ১০০টি। ক্যাচ ৮৮টি ও স্টাম্পড ১২টি।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে উইকেটের পেছনে দায়িত্ব পালন করেননি মুশফিকুর। দায়িত্ব পালন করেছিলেন লিটন কুমার দাস। সিরিজের দ্বিতীয় টেস্টের আগে লিটন ইনজুরিতে পড়ায় আবারও উইকেটের পেছনে দায়িত্ব বুঝে নেন মুশফিক। এ সময় তার ক্যারিয়ারের ডিসমিসাল ছিল ৯৫টি।

তবে কলম্বো টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ১টি স্টাম্পড ও দ্বিতীয় ইনিংসে ৪টি ক্যাচ নিয়ে নিজের ক্যারিয়ারে ডিসমিসালের সেঞ্চুরি করেন মুশফিক। বাংলাদেশের হয়ে ডিসমিসালের ক্ষেত্রে মুশফিকুরের পরই আছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তার ডিসমিসালের সংখ্যা ৮৭টি। ৭৮টি ক্যাচ ও ৯টি স্টাম্পড করেছেন পাইলট।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *