Connect with us

ঝিনাইদহ

শৈলকুপায় চাঁদাবাজীর সময় ৩ ভুয়া ডিবি পুলিশকে গণধোলাই, পুলিশে সোপর্দ

Published

on

jhenida DB picঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় স্থানীয় জনতা ৩ চাঁদাবাজ কে ধরে গনধোলায় দিয়েছে। পরে তাদের কে শৈলকুপা থানা পুলিশে সোপর্দ করা হয়। বৃহস্পতিবার শৈলকুপার পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার শ্রীকোল গ্রামের রাস্তায় এ ঘটনা ঘটে। এরা হলো শৈলকুপা উপজেলার লক্ষীপুর গ্রামের ওসমান আলীর ছেলে মিলন শেখ ( ৩২), পৌরসভার খালধার পাড়ার মোকলেস উদ্দিনের ছেলে ওহিদুর রহমান শিতল ( ৩৮), হিতামপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে তুহিন( ২০) ।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ এমএ হাসেম খান জানান, ঝিনাইদহ থেকে মোটর সাইকেলযোগে শ্রীপুর উপজেলার শ্রীকোল নামক নির্জন স্থানে ৩ চাঁদাবাজ ডিবি পরিচয় দিয়ে বিভিন্ন গাড়ি থামিয়ে চাঁদাবাজি করছিল বলে স্থানাীয়রা টের পায়। এক পর্যায়ে তাদের চ্যালেঞ্জ করলে জনতা বুঝতে পারে এরা ডিবি পুলিশ নয়, তখন তাদের ধরে গনধোলায় দেয় এলাকাবাসী । শৈলকুপা থানা পুলিশ এ খবর পেয়ে তাদের থানায় নিয়ে আসে।
শৈলকুপা থানার এসআই মিজানুর রহমান জানান, তাদের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব মামলায় তাদের কে আদালতে পাঠানো হচ্ছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *