Connect with us

খেলাধুলা

শ্রীলংকায় জয় ওয়ানডে সিরিজের শুভ সূচনা করলো টাইগারা

Published

on

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলংকাকে ৯০ রানে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের ৩২৪ রানের জবাবে ২৩৪ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।

শনিবার রনগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে মাশরাফি বিন মুর্তজা বাহিনী।

টাইগার ওপেনার তামিম ইকবালের ১২৭, সাকিব আল হাসানের ৭২ আর সাব্বির রহমানের ৫৪ রানে ভর করে ৫ উইকেটে ৩২৪ রান করে বাংলাদেশ।

জবাবে ২৯ বল বাকি থাকতেই ২৩৪ রানে গুটিয়ে যায় লংকানদের ইনিংস। স্বাগতিকদের হয়ে দিনেশ চান্দিমাল করেন সর্বোচ্চ ৫৯ রান। শেষে থিসারা পেরেরা ৩৫ বলে ৫৫ রান করে ব্যবধান কিছুটা কমান।

লংকানদের ইনিংসের শুরুতেই আঘাত হানেন টাইগার অধিনায়ক মাশরাফি। স্কোরবোর্ডে কোনো রান জমা করার আগেই লেগবিফোর হয়ে সাজঘরে ফেরেন ওপেনার দানুস্তা গুনাথালাকা।

এরপর অভিষেকে নিজের প্রথম উইকেট তুলে নেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের বলে ৪ রান করা কুশাল মেন্ডিস শুভাগত হোমের হাতে ধরা পড়েন। আর নিজের প্রথম ওভারেই লংকান অধিনায়ক উপল থারাঙ্গাকে (১৯) ফেরান পেসার তাসকিন আহমেদ।

মাত্র ৩১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে শ্রীলংকা। এরপর বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করেন দিনেশ চান্দিমাল আর আসেলা গুনারত্নে। দলীয় ৮৭ রানে গুনারত্নেকে (২৪) মোসাদ্দেক হোসেনের তালুবন্দি করান সাকিব।

একপাশ আগলে রেখে অর্ধশতক তুলে নেন চান্দিমাল। তবে তাকে ৫৯ রানের বেশি এগোতে দেননি মিরাজ। নিয়মিত বিরতে উইকেট পড়তে থাকলে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা।

তবে শেষে এসে পরাজয়ের ব্যবধান কমান অলরাউন্ডার পেরেরা। সর্বশেষ উইকেট হিসেবে আউট হওয়ার আগে করেন ৩৫ বলে ৫৫ রান। মোস্তাফিজুর রহমান পেরেরাসহ ৩টি উইকেট তুলে নেন। এছাড়া একটি রান আউট করেন কাটার মাস্টার।

তামিম ইকবাল তার ঝলমলে ১২৭ রানের ইনিংসের জন্য ম্যাচসেরা হন। তিনি ১৪২ বলে ১ ছক্কা ও ১৫টি চারে দৃষ্টিনন্দন ইনিংসটি সাজান।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *