Connect with us

আন্তর্জাতিক

সংবাদমাধ্যমে ‘আল-শাবাব’ শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

Published

on

CORRECTING OBJECT NAME AND INFO IN CAPTION A picture taken on November 4, 2008 shows Islamist fighters from the hard-line Shabab movement taking part in a military drill at a camp in the northern outskirts of Mogadishu. Hostilities between the transitional government and hardline islamist movements for the control of Somalia's wartorn capital, Mogadishu, seem set to continue after defying numerous attempts to pacify warring factions as internal wrangles continue to dog efforts to establish an effective government.  AFP PHOTO / Mustafa ABDI

CORRECTING OBJECT NAME AND INFO IN CAPTION
A picture taken on November 4, 2008 shows Islamist fighters from the hard-line Shabab movement taking part in a military drill at a camp in the northern outskirts of Mogadishu. Hostilities between the transitional government and hardline islamist movements for the control of Somalia’s wartorn capital, Mogadishu, seem set to continue after defying numerous attempts to pacify warring factions as internal wrangles continue to dog efforts to establish an effective government. AFP PHOTO / Mustafa ABDI

আন্তর্জাতিক ডেস্কঃ

সংবাদমাধ্যমে ‘আল-শাবাব’ শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে সোমালিয়ার সরকার। এর পরিবর্তে জঙ্গি সংগঠনটিকে ‘গণহত্যাকারী সংগঠন’ বলে সম্বোধন করার আদেশ দেওয়া হয়েছে।

দেশটির গোয়েন্দা প্রধান আব্দি রহমান মাহমুদ তুরিয়ারের বরাত দিয়ে মঙ্গলবার (০৫ মে) এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তুরিয়ারে বলেন, আল-কায়েদা সংশ্লিষ্ট এই জঙ্গি সংগঠনটি সোমালিয়ায় গণহত্যা চালিয়েছে। কাজেই তাদেরকে ‘গণহত্যাকারী সংগঠন’ নামেই ডাকা উচিত।

তিনি বলেন, ‘আল-শাবাব’ অর্থ যুবা। এটি একটি ভালো নাম। এতো ভালো একটা নাম আমরা কলঙ্কিত হতে দিতে পারি না।

তুরিয়ারে বলেন, আপনারা সবাই জানেন তারা কি করে। তারা সোমালিয়ায় গণহত্যা ছাড়া আর কিছুই করেনি।

সরকারের সিদ্ধান্তের সমালোচনা করে সোমালিয়ায় স্বাধীন সংবাদমাধ্যম এসোসিয়েশিনের (এসআইএমএইচএ) সভাপতি হাসান আলি গিসি বলেছেন, এই দেশ সাংবাদিকদের জন্য অত্যন্ত বিপজ্জনক একটা জায়গা। সরকারের সিদ্ধান্ত আমাদেরকে আরও বিপদের দিকে ঠেলে দিল।

তিনি বলেন, আমাদের নিরপেক্ষ থাকা উচিত। স্বাধীন সাংবাদিক হয়ে আমরা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের মতো আচরণ করতে পারি না। এমনকি আন্তর্জাতিক সংবাদমাধ্যমও সংগঠনটিকে ‘আল-শাবাব’ নামে সম্বোধন করে। সরকার যদি সিদ্ধান্ত পরিবর্তন না করে, তাহলে অনেক সাংবাদিকই কাজ করা বন্ধ করে দেবে।

এদিকে, সরকারের দেওয়া নামে যদি সংবাদমাধ্যম সম্বোধন করা শুরু করে তাহলে তা সহ্য করা হবে না বলে মন্তব্য করেছে আল-শাবাব।

সংগঠনটির এক মুখপাত্র বলেছেন, নাম নিষিদ্ধকরণের বিষয়টি আমরা ধর্মত্যাগী সরকারের দূর্বলতা হিসেবে দেখছি। আমাদেরকে অপমান করার অধিকার কারোর নেই। যদি কেউ সরকারের দেওয়া নামে আমাদেরকে ডাকে, তাহলে উপযুক্ত জবাব দেওয়া হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *