Connect with us

আন্তর্জাতিক

বুরুন্ডি প্রেসিডেন্টের বিরুদ্ধে আন্দোলনে তিনজন বিক্ষোভকারী নিহত

Published

on

6423186-3x2-700x467আন্তর্জাতিক ডেস্কঃ

বুরুন্ডিতে প্রেসিডেন্ট পিয়েরে কুরুনজিজার বিরুদ্ধে আন্দোলনে অন্তত তিনজন বিক্ষোভকারী নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অন্তত ৪৫ জন।

সোমবার (০৪ মে) দেশটির রাজধানী বুজুম্বুরায় বিক্ষোভ প্রদর্শনকালে এ হতাহতের ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সহায়তা সংস্থা রেড ক্রসের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

দুই সপ্তাহ আগে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে পিয়েরের প্রার্থীতার সিদ্ধান্তকে কেন্দ্র করে এ বিক্ষোভ শুরু হয় বুরুন্ডিতে। এরই প্রেক্ষিতে পিয়েরে ক্ল্যাভার বনিম্পা নামে এক সুশিল সমাজের প্রতিনিধির আহ্বানে সোমবার (০৪ মে) ৠালি অনুষ্ঠিত হয় বুজুম্বুরায়।

ৠালির সময় পুলিশের গুলিতে তিন বিক্ষোভকারী নিহত হয় বলে জানান পিয়েরে ক্ল্যাভার বনিম্পা।

তবে হতাহতের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি দেশটির পুলিশ। পরবর্তীতে বিবৃতির মাধ্যমে সবকিছু পরিষ্কার করা হবে বলে জানানো হয় কর্তৃপক্ষের পক্ষ থেকে।

এদিকে, প্রেসিডেন্ট তার প্রার্থীতা প্রত্যাহার করে না নিলে বুরুন্ডির বিরোধী দলীয় নেতা আগাথন রওসা নির্বাচিন বয়কট করার হুমকি দিয়েছেন।

চলমান আন্দোলনকে সমর্থন জানিয়ে তিনি বলেন, এই আন্দোলনের ফলে স্বৈরশাসন থেকে মুক্ত হয়ে দেশ গণতন্ত্রের পথে চলতে শুরু করবে।

এদিকে, সোমবার (০৪ মে) তিনজন নিহত হওয়ার ফলে এ নিয়ে চলমান বিক্ষোভে সেনা, পুলিশ সদস্যসহ অন্তত ১১ জন নিহত হল।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *