Connect with us

Highlights

সিজেকেএস-কোয়ালিটি আইসক্রিম আন্তঃস্কুল দাবা প্রতিযোগিতা; চ্যাম্পিয়ন চট্টগ্রাম কলেজিয়েট স্কুল

Published

on

এম.আর.মিলন, চট্টগ্রামঃ
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং কোয়ালিটি আইক্রীম এর পৃষ্ঠপোষকতায় সিজেকেএস-কোয়ালিটি আইসক্রিম আন্তঃস্কুল দাবা প্রতিযোগিতা-২০১৯ এ সর্বোচ্চ ২২ পয়েন্ট পেয়ে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ২০ পয়েন্ট পেয়ে গানার্স ইংলিশ স্কুল (বি) রানার্স আপ এবং ২১.৫ পয়েন্ট পেয়ে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল (এ) ৩য় স্থান অর্জন করে।

খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান আজ দুপুর ১.০০ টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ র‌্যাব ফোর্সেস এর মহাপরিচালক ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সম্মানিত সভাপতি ডঃ বেনজীর আহমেদ, বিপিএম (বার) ও আমন্ত্রিত অতিথি হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের দাবা উন্নয়নে ভূমিকা রাখায় শ্রেষ্ট জেলা হিসেবে দাবা ফেডারেশনের পক্ষ থেকে গ্রেন্ট এচিভমেন্ট স্মারক মাননীয় মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীন এর হাতে তুলে দেন এবং চট্টগ্রাম জেলাকে অভিনন্দন জানান। তিনি এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল স্কুল দাবা দলকে ১০ সেট দাবা বোর্ড-ঘুঁটি প্রদানের ঘোষনা দেন। আমন্ত্রিত অতিথি মাননীয় মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীন বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি ও আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডঃ বেনজীর আহমেদ, বিপিএম (বার) কে দাবা খেলার উন্নয়নে বাংলাদেশ দাবা ফেডারেশনের ভূয়সী প্রশংসা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডি.আই.জি খন্দকার গোলাম ফারুক, বিপিএম (বার) পিপিএম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মাহাবুবুর রহমান, বিপিএম, পিপিএম, বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দীন শামীম, ইন্টারন্যাশনাল অর্গানাইজার ও এলিগেন্ট ইন্টারন্যাশনাল দাবা একাডেমির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা হক চৌধুরী মলি, স্বাগত বক্তব্য রাখেন সিজেকেএস দাবা কমিটির সম্পাদক তনিমা পারভিন, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিথ ছিলেন র‌্যাব-৭ এর কমান্ডিং অফিসার লে. কর্ণেল মোহাম্মদ মাহবুবুল আলম, বিপিএ, পিপিএম, পিএসসি, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মিসেস আমেনা বেগম (বিপিএম), ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের চেয়ারম্যান মো: রফিক। চট্টগ্রাম জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ইয়াসমিন পারভীন তিবরীজি এর সভাপতিত্বে এবং সিজেকেএস কাউন্সিলর শাহবাজ মুনতাসির চৌধুরীর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, সিজেকেএস সহ-সভাপতি এ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, মোঃ হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, সিজেকেএস কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য আলহাজ্ব দিদারুল আলম, জহির আহমদ চৌধুরী, সৈয়দ আবুল বশর, এ.কে.এম. এহসানুল হায়দার চৌধুরী (বাবুল), মোহাম্মদ ইউসুফ, এ.কে.এম. আবদুল হান্নান আকবর,
গোলাম মহিউদ্দীন হাসান, মোহাম্মদ অহিদ সিরাজ চৌধুরী স্বপন, আছলাম মোরশেদ, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, সিজেকেএস কাউন্সিলর ডেরিক র‌্যান্ডলফ, হাসান মুরাদ বিপ্লব, মাহমুদুর রহমান মাহবুব, আকতারুজ্জামান, মকসুদুর রহমান বুলবুল, শাহাদাত হোসেন, লোকমান হাকিম মো: ইব্রাহীম, প্রবীণ কুমার ঘোষ, এনামুল হক, নাসির মিঞা, লিয়াকত আলী জসিম, রায়হান উদ্দিন রুবেল, সৈয়দ গিয়াস উদ্দিন হেলাল, আব্দুল্লাহ আল মামুন, সিজেকেএস দাবা কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নোমান আহমদ ছিদ্দিকী, যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম সাচ্চু, সদস্য আবদুল মালেক, মোঃ মহসিন জামাল পাপ্পু, সৈয়দ আব্দুল আহাদ, এস এম তারেক, নাসির হাসান, টিংকু বড়–য়া, মোঃ আলী কায়ছার, কামরুল ইসলাম প্রমূখ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *