Connect with us

দেশজুড়ে

সিরাজদিখানে মাদকাশক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা-মা

Published

on

Baba-Maরোমান হাওলাদার , সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মাদক একটি সমাজের ব্যাধি তারই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জের সিরাজদিখান ইছাপুরা ইউনিয়নে এক মাদক আশক্ত ছেলেকে পুলিশের হাতে সোপর্দ করেছে ছেলের বাবা-মা। রবিবার সকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম রাজদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ইছাপুরা ইউনিয়নের পশ্চিম রাজদিয়া গ্রামে অটো রিক্সাচালক শেখ আলী আজগরের ছোট ছেলে আল-আমীন (২৫) মাদক আশক্ত হওয়ায় পরিবারের প্রতি দীর্ঘদিন ধরে শারিরিক ও মানসিক নির্যাতন করে আসছে। আল-আমীনের অত্যাচারে অতিষ্ট স্ত্রী নাছরিন একমাত্র মেয়ে সন্তান তানহা (৫) কে রেখে কয়েকমাস আগেই বাপের বাড়ি চলে যাওয়ার কারণ হিসেবে বলেন আল-আমীন মাদক শেবন করে। রবিবার সকালে আল-আমীন নেশার টাকা চাইতে বাবা-মায়ের নিকট চাপ প্রয়োগ করে। এ সময় নেসার ঘোরে ধারালো অস্ত্র দিয়ে মাকে মারধরের করার চেষ্টাকালে মা ও ভাই বাধা দেয়ায় বড় ভাইয়ের হাত জখম করে দেয় সে। পরে পরিবারের অন্যান্য সদস্যদের সহযোগিতায় আল-আমীনকে বেঁধে রেখে পুলিশে খবর দেয় আল-আমীনের মা। সমাজের প্রতিটি পরিবার আল-আমীনের বাবা-মায়ের মত সচেতন হলে মাদক মুক্ত সমাজ গড়া সম্ভব।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় মাদকের মামলার পর আল-আমীনকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *