Connect with us

দেশজুড়ে

সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি, চরম উত্তেজনা

Published

on

দিনাজপুর সংবাদদাতা:
টান টান উত্তেজনা বিরাজ করছে দিনাজপুরের হিলি সীমান্তে। এদিকে বাংলাদেশের অভ্যন্তরের ১৫০ গজ এর মধ্যে সকল প্রকার গরু, ছাগলসহ জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে গত কাল সকালে মাইকিং করেছে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে এটি ১৪৪ ধারা নয়।
উপজেলা নির্বাহী অফিসার আজাহারুল ইসলাম বলেন, এটা জনসাধারণকে সতর্কীকরণ বিজ্ঞপ্তি। অন্যদিকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি যুবক হিলি সীমান্তের দক্ষিণপাড়া এলাকার আবেদ আলীর ছেলে বদিউরকে আজ ভোরে ফেরত দিয়েছে বিএসএফ। তাকে পাশবিক নির্যাতনের পর ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বদিউর বর্তমানে হাকিমপুর (হিলি) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আজাহারুল ইসলাম জানান, ভারতীয় চোরাকারবারী নিহত বিটন (৩৩) এর লাশ ময়নাতদন্ত শেষে বিএসএফ এর কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে। উল্লেখ্য, বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে ট্রেনে ভারতীয় মালামাল ওঠানোর সময় বিজিবির উপর হামলা ঘটনায় বিজিবির গুলিতে গত মঙ্গলবার বিকেলে ভারতীয় চোরাকারবারী বিটন (৩৩) নিহত হয়। আহত হয় বিজিবির এক সদস্য। নিহত বিটন ভারতের দক্ষিণ দিনাজপুরের হিলি থানার দক্ষিণ পাড়ার বৈদ্য রায়ের ছেলে। হিলি বিওপি ক্যাম্পের কমান্ডার রেজাউল করিম জানান, বিকেল সোয়া ৫টার দিকে হিলি রেলস্টেশন থেকে জয়পুরহাটগামী একটি মালবাহী ট্রেন হিলি সীমান্তের ফুটবল খেলার মাঠের কাছাকাছি এলে এসময় বাংলাদেশ অংশে ঢুকে ভারতীয় চোরাকারবারীরা ওই ট্রেনে ভারতীয় মালামাল উঠাতে থাকে। এসময় বাধা দেয়ায় ভারতীয় চোরাকারবারী বিটন বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে হিলি বিওপির বিজিবি সদস্য রাসেল (২১) আহত হয়। এসময় আত্মরক্ষার্থে টহলরত বিজিবি সদস্যরা গুলি করলে বিটন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়। এই ঘটনায় বিএসএফ ১৫-২০ রাউন্ড গুলি করলে বিজিবিও পাল্টা জবাবে ১৫-২০ রাউন্ড গুলি করে। বর্তমানে সীমান্তে উভয় পক্ষই অস্ত্র নিয়ে অবস্থান নেয়ায় সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *