Connect with us

জাতীয়

সীমান্ত সম্মেলনে যোগ দিতে ত্রিপুরায় ২৫ সদস্যের প্রতিনিধি দল

Published

on

আখাউড়া প্রতিনিধি:
তিন দিনব্যাপী সীমান্ত সম্মেলনে যোগ দিতে ভারতের ত্রিপুরায় গিয়েছেন বাংলাদেশের ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল। সোমবার দুপুরে তারা ত্রিপুরার উদ্দেশে রওনা হন। প্রতিনিধি দলে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার ও রাঙ্গামাটি জেলার চার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিজিবির কর্মকর্তারা রয়েছেন। ২৫ সদস্যের প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. কামরুল হাসান। আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তা বাচ্চু মিয়া বাংলাদেশের প্রতিনিধি দলটির ভারত গমনের সত্যতা নিশ্চিত করেন। দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিনিধি দলটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্ট দিয়ে আগরতলা বন্দরে পৌঁছুলে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসক অভিষেক সিনহা ফুল দিয়ে তাদের অভ্যর্থনা জানান। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন বলেন, সোমবার থেকে ভারতের ত্রিপুরায় শুরু হতে যাচ্ছে দু’দেশের জেলা প্রশাসকদের তিন দিনব্যাপী সীমান্ত সম্মেলন। বাংলাদেশের ২৫ ও ভারতের ত্রিপুরা রাজ্যের ছয় জেলা প্রশাসকসহ অন্যান্য কর্মকর্তারা সম্মেলনে যোগ দেবেন। বৈঠকে বাংলাদেশের পক্ষে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার ও রাঙ্গামাটি এবং ভারতের পক্ষে পশ্চিম ত্রিপুরা, উনকোটি, উত্তর ত্রিপুরা, খোয়াই, ধলাই, সিপাহীজলা জেলার জেলা প্রশাসকরা উপস্থিত থাকবেন। আগরতলায় ত্রিপুরা রাজ্য সরকারের অতিথি শালায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দু’দেশের সীমান্ত সমস্যা সংক্রান্ত বিষয় ও আমদানি-রপ্তানি বিষয়ে আলোচনা হবে। ৪ ফেব্র“য়ারি বাংলাদেশের কর্মকর্তারা একই পথে দেশে ফিরে আসবেন। এর আগে একই বন্দর দিয়ে ৮ জানুয়ারি সীমান্ত সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের ২৩ সদস্যের আরো একটি প্রতিনিধি দল ত্রিপুরায় যায়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *