Connect with us

আন্তর্জাতিক

সুষ্ঠু ও অহিংস সিটি নির্বাচনের আহ্বান যুক্তরাষ্ট্রের

Published

on

United_States1429260845আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অহিংসভাবে সম্পন্ন করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই সঙ্গে সিটি করপোরশেন নির্বাচনকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছে দেশটি।

বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মুখপাত্র ম্যারি হার্ফ নিয়মিত বিবৃতিতে বাংলাদেশের প্রতি এই আহ্বান জানিয়েছেন।

এক প্রশ্নের জবাবে ম্যারি হার্ফ বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনের ঘোষণাকে আমরা স্বাগত জানাচ্ছি। এই নির্বাচনের প্রশাসনিক ব্যক্তিবর্গ এবং অংশগ্রহণকারী প্রার্থীদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, নির্বাচন যেন গণতান্ত্রিক, সুষ্ঠু ও অহিংসভাবে সম্পন্ন হয়।’

‘নাগরিকদের মতপ্রকাশের অধিকারের সুযোগ দিতে এবং নির্বাচনী প্রচারাভিযানে সহায়তা দিতে আমরা বাংলাদেশ সরকার এবং নির্বাচন কমিশনকে উৎসাহিত করেছি, যেন নির্বাচনের দিন সুষ্ঠু ও অহিংসভাবে ভোট গ্রহণ করা যায়।’

ম্যারি হার্ফ আরো বলেন, ‘আমরা আরো আশা করছি, সব দল গণতন্ত্রের চর্চা করবে এবং আসলেই এ ক্ষেত্রে সহিংসতার কোনো স্থান নেই। বাংলাদেশকে আমরা এই বার্তাই দিয়ে আসছি, কারণ তারা এগিয়ে যাচ্ছে।’

উল্লেখ্য, ২৮ এপ্রিল ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে একই দিন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *