Connect with us

দেশজুড়ে

সৈয়দপুরে আদালতের আদেশ অমান্য করে পাকা ঘর নির্মাণ

Published

on

Soydpur rangpur 16 05 2015  (2)

 মাহবুব-উল-হাসান (মুকুল), সৈয়দপুর: 
সৈয়দপুরে আদালতের আদেশ অমান্য করে পাকা ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায়, সৈয়দপুর উপজেলার উত্তর সোনাখুলী মাল্লিপাড়া এলাকার মৃত ইউছুফ আলী শাহ ফকিরের ছেলে জয়নাল আবেদীন ফকিরের ১৬৭০ খতিয়ান ও ৪০০২ দাগের ৯ শতক জমির মধ্যে সাড়ে ৫ শতক জমিতে একই এলাকার প্রতিপক্ষরা জোর করে পাকা ঘর নির্মাণ করবে বলে আগে থেকেই হুমকি দিয়ে আসছিল। এ ব্যাপারে জয়নাল আবেদীন ফকির নীলফামারী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। যার নং- পিঃ ৭৫/১৫। মামলার আসামীরা হল আবু জাফর, আবু বক্কর সিদ্দিক, সালাউদ্দিন, মাইদুল ইসলাম। এর আগেও এ নিয়ে সৈয়দপুর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। আদালতে মামলা করায় প্রতিপক্ষরা আরও বেপরোয়া হয়ে ওঠেন। তারা ওই জমিতে ইট বালু দিয়ে পাকা ঘর নির্মাণ কাজ শুরু করেন। এছাড়া তারা হুমকি দিচ্ছে যে, এই জায়গায় কেউ আসলে লাশ পড়ে যাবে এবং বিভিন্ন মামলায় ফাঁসানো হবে। এ কারণে জয়নাল ফকিরের লোকজন ওই জমিতে যেতে পারছে না। তারা উপায় না পেয়ে আদালতের স্মরণাপন্ন হলে মাননীয় আদালত ওই জমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রদান করেন। যাহা গত ১৪ মে সৈয়দপুর থানার এএসআই শরিফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে জাফর বাহিনীকে শান্তি বজায় রাখার নোটিশ প্রদান করেন। কিন্তু জাফর বাহিনী তা না মেনে পুরোদমে কাজ চালাচ্ছেন। ঘটনাস্থলে গত শুক্রবার দুপুরে গিয়ে এই চিত্র দেখা যায়।
জানা যায়, প্রতিপক্ষরা প্রভাবশালী, ডাঙ্গাবাজ ও মামলাবাজ প্রকৃতির লোক। তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায়না। এজন্য জয়নাল ফকিরের পরিবার প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *