Connect with us

কুড়িগ্রাম

স্থল সীমান্ত বিল ভারতীয় মন্ত্রী সভায় অনুমোদন

Published

on

শাহ্ আলম, কুড়িগ্রাম প্রতিনিধি: 

বহুল আলোচিত ও দীর্ঘ দিনের প্রতিক্ষিত স্থল সীমান্ত বিলটি ভারতীয় মন্ত্রী সভা মঙ্গলবার অনুমোদন দিয়েছে। এর ফলে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১১১টি ছিট মহলের ৩৭হাজার ৩শ ৬৯জন মানুষ বাংলাদেশের নাগরিকত্ব এবং ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫১টি ছিট মহলের ১৪ হাজার ২শ ১১ জন মানুষ ভারতীয় নাগরিকত্বের সুবিধা পাবে। পাশাপাশি চুক্তিটি বাস্তবায়ন হলে বাংলাদেশ পাবে ১১১টি ছিট মহলের ১৭ হাজার ২শ ৫৮ একর জমি এবং ভারত পাবে ৫১টি ছিট মহলের ৭হাজার ১১০ একর জমি।
বুধবার ভারতীয় সংবিধানের ১১৯তম সংশোধনী বিলটি রাজ্যসভায় অনুমোদনের পর বৃহস্পতিবার লোকসভার উচ্চ কক্ষে পাশের কথা রয়েছে। এটি অনুমোদন হলে ভারত-বাংলাদেশের ছিট মহল বিনিময়সহ অমিমাংসিত সমস্যার অবসান হবে। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় বিভিন্ন গনমাধ্যম।

এর আগে গতকাল রাতে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর বাসভবনে এক বৈঠকে স্থল সীমান্ত বিলটি অপরিবর্তিতভাবে পাশ করানোর সিদ্ধান্ত হয়। ১৯৪৭ সালে দেশ বিভক্তির পর থেকে ভারত ও বাংলাদেশের অভ্যন্তরে থাকা ১৬২ টি ছিট মহলের মানুষ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে অবরুদ্ধ জীবন-যাপন করে আসছে।

১৯৭৪ সালে ছিট মহল বিনিময়ে ইন্দিরা-মুজিব চুক্তি বাস্তবায়নের দাবীতে উভয় দেশের ছিটবাসীরা দীর্ঘ দিন ধরে অভিন্ন কর্মসূচী পালন করে। এর ধারবাহিকতায় ২০১১ সালে ঢাকায় হাসিনা-মনমোহন প্রটোকল স্বাক্ষরিত হয়। ২০১৩ সালে ভারতের কংগ্রেস সরকার ল্যান্ড বাউন্ডারী চুক্তির বিলটি পার্লামেন্টে উথ্যাপনের চেষ্টা করলে পশ্চিম বঙ্গ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর আপত্তির মুখে বিলটি আলোর মুখ দেখেনি। নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসার পর দু’দেশের সম্পর্ক উন্নয়নে ছিট মহল বিনিময়ের বিষয়টি প্রাধান্য পায়। তখন নমনীয় হয় মমতা ব্যানার্জী। ৪ ডিসেম্বর পশ্চিম বঙ্গ রাজ্যের এক জনসভায় ছিট মহল বাসীদের দুঃখ দুর্দশা লাঘবে ছিট বিনিময়ে তার সম্মতির কথা জানায়।

বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি, বাংলাদেশ অংশের সাধারণ সম্পাদক, গোলাম মোস্তফা জানান, ভারতের মন্ত্রী সভায় স্থল সীমান্ত বিলটি অনুমোদনের সংবাদে ছিটমহলবাসী আনন্দিত। আশা করছি বুধবার রাজ্যসভা ও বৃহস্পতিবার লোকসভায় বিলটি পাশ হবে। এতে করে ছিটবাসীদের দীর্ঘ বন্দী জীবনের অবসান হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *