Connect with us

আন্তর্জাতিক

হিরোশিমায় নিহতদের স্মরণ করছে জাপান

Published

on

hiroshima_anniversary_640x360_reuters_nocredit

হিরোশিমায় নিহতদের স্মরণ করছে হাজার হাজার মানুষ

মোতোয়েসু নদীতে হাজার হাজার প্রদীপ ভাসিয়ে পারমানবিক বোমায় হিরোশিমা শহরের নিহতদের স্মরণ করছে জাপানীরা। জাপানের ওই নগরীতে পারমানবিক বোমা হামলা চালানোর সত্তর বছর পূর্তি হচ্ছে আজ। ওই বিস্ফোরণের ফলে দগ্ধ হয়ে, রেডিয়েশনে এবং বিস্ফোরণ পরবর্তী প্রভাবে শহরটিতে ১ লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। দিনটি স্মরণে হিরোশিমাসহ পুরো জাপানে আজ নানা আয়োজন চলছে।

হিরোশিমার পিস মেমোরিয়াল পার্কে উড়ছে পায়রা

জাপানের টোকিও থেকে বাংলাদেশী সাংবাদিক মনজুরুল হক বলছেন, ঠিক ৮টা ১৫ মিনিটে, যেসময় বোমার বিস্ফোরণ হয়েছিল, সেসময়েই অনুষ্ঠান শুরু হয়। তখন সবাই একমিনিট নীরব প্রার্থনা করেন। খুব সংক্ষিপ্ত ওই অনুষ্ঠানে প্রথমে হিরোশিমার মেয়র নজুমি মাকসুই শান্তির ঘোষণা পাঠ করেন। সেখানে তিনি পরমাণু অস্ত্রকে সার্বিকভাবে অশুভ বলে উল্লেখ করেন।

হিরোশিমার অনুষ্ঠানে ৪০ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছে। একটি পারমানবিক অস্ত্রমুক্ত পৃথিবী গড়ে তুলতে প্রধানমন্ত্রী শিনজো আবে আহবান জানান। এরপরেই নিহতদের স্মরণে মোতোয়েসু নদীতে কাগজের ঘেরায় হাজার হাজার প্রদীপ ভাসিয়ে দেয়া হয়। ১৯৪৫ সালের ৬ অগাস্ট একটি মার্কিন বি-২৯ বোমারু বিমান বোমাটি নিক্ষেপ করে। সূত্র ; বিবিসি বাংলা।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *