Connect with us

আন্তর্জাতিক

হিলারির পক্ষে প্রবাসী বাংলাদেশিদের সমাবেশ রবিবার

Published

on

hilaryডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে ভোট প্রদানে আহ্বান জানানোর জন্য নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এক সমাবেশ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। আগামী ৩০ অক্টোবর স্থানীয় সময় রবিবার বেলা ১২টায় এক সমাবেশ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে।

‘বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিল’র প্রেসিডেন্ট ও নিউইয়র্কের প্রখ্যাত আইনজীবী মোহাম্মদ এন মজুমদার এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, ‘৮ নভেম্বর অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনের গুরুত্ব আগের যেকোন সময়ের চেয়ে বেশি। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের মত প্রার্থীর নাম প্রধান দুই পার্টির মধ্যে একটিতে থাকায় এ নির্বাচন প্রকারান্তরে যুক্তরাষ্ট্রের মানবিক ও গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে প্রশ্নের উদ্রেক ঘটেছে। একইসাথে, অভিবাসী এবং মুসলিম-আমেরিকানদের মধ্যেও উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে।’

তিনি বলেন, ‘নিজেদের অস্তিত্বেও স্বার্থেই প্রতিটি বাংলাদেশি-আমেরিকান আজ সংকল্পবদ্ধ প্রেসিডেন্ট পদে হিলারি ক্লিনটনকে বিপুল বিজয় প্রদানে। আমরা এ সমাবেশের মধ্য দিয়ে নিউইয়র্কের ভিনদেশি অভিবাসীদেরকেও উদ্বুদ্ধ করতে চাই, হিলারির পক্ষে গড়ে উঠা নির্বাচনী জোটকে আরও জোরদার করার জন্য।’

এ সমাবেশে মুসলিম-আমেরিকানদেরকেও বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশি সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সকলেই আমন্ত্রণ পেয়েছেন এ সমাবেশকে সফল করার জন্য।

মোহাম্মদ এন মজুমদার আরও বলেন, সাম্প্রতিক সময়ের প্রতিটি জরিপে হিলারি এগিয়ে আছেন এবং যুক্তরাষ্টের মুসলিম কমিউনিটি হিলারিকেই ভোট দিয়ে আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের মত লোক যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন, তাহলে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের নেতৃত্বের যে দৃঢ়তা, তা অটুট রাখা কঠিন হয়ে পড়তে পারে।’

এর আগে, নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে দক্ষিণ-এশিয়ান-আমেরিকানদের আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *