Connect with us

দিনাজপুর

হিলি স্থলবন্দরের কার্যক্রম গতিশীল করতে ব্যবসায়ীদের সভা

Published

on

HILI LAND  PORT NEWS (2)

রাসেল হাসান, হিলি প্রতিনিধি: হিলিস্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পন্য আমদানি রফতানি বানিজ্যসহ বন্দরের কার্যক্রম গতিশীল করতে বন্দরের বিরাজমান সমস্যা চিহ্নিত করন এবং তা নিরসনে এফবিসিসিআই স্টান্ডিং কমিটি অন ল্যান্ড পোর্ট, বর্ডার ট্রেড,ট্রানজিট এন্ড ট্রানশীপমেন্ট এর সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত হিলিস্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা হিলি পোর্ট লিংক লিমিটেড এর সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়েছে। এর আগে সকালে এফবিসিসিআই স্টান্ডিং কমিটি অন ল্যান্ড পোর্টের চেয়ারম্যান, ভারতের ব্যাবসায়ীদল ও দেশের বিভিন্ন অঞ্চলের ব্যাবসায়ী প্রতিনিধি দল হিলিস্থলবন্দরে আসলে বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট, ট্রাক মালিক গ্রæপ ও আমদানি রফতানিকারক গ্রæপের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এফবিসিসিআই স্টান্ডিং কমিটি অন ল্যান্ড পোর্ট, বর্ডার ট্রেড,ট্রানজিট এন্ড ট্রানশীপমেন্ট এর চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ জানান, হিলিস্থলবন্দর দিয়ে দুদেশের মাঝে পন্য আমদানি রফতানি বানিজ্য কার্যক্রম, বন্দরের বিরাজমান বিভিন্ন সমস্যা চিহ্নিত করন, নিরসন এবং বন্দরের কার্যক্রম গতিশীল করতে ভারত ও বাংলাদেশের ব্যবসায়ীদের নিয়ে সভা করা হয়েছে। বন্দরের বিভিন্ন সমস্যা সমাধানে ব্যাবস্থা গ্রহন করা হবে। হিলি স্থলবন্দরকে আগামী দিনে এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকান্ডের একটি ভিত্তি হিসেবে যেন শক্তিশালী ভিত্তি হয় তার জন্য এফবিবিসিআই গুরুত্বপূর্ন ভুমিকা পালন করবে।

বৈঠকে হিলি স্থলবন্দর শুল্কষ্টেশনের সহকারী কমিশনার মোহাম্মদ তাহের উল আলম চৌধুরী, পানামা হিলি পোর্টের ম্যানেজার এস, এম হায়দার, হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম আজাদ, হিলিস্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রæপের আহবায়ক হারুন উর রশীদ হারুন, ভারতের মালদা চেম্বার অব কমার্সের সম্পাদক উজ্জল সাহা, হিলি এক্য্রপোর্টার এন্ড সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সহসভাপতি অশোক আগারওয়াল, সম্পাদক অশোক কুমার মন্ডল, দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি মোসাদ্দেক হোসেন, জয়পুরহাট চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল হাকিম মন্ডল, হিলিস্থলবন্দর ট্রাক মালিক গ্রæপের সাধারন সম্পাদক কামাল হোসেন রাজ, সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজার রহমান, হাকিমপুর থানার ওসি মোকলেছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *