Connect with us

বিবিধ

হোন্ডার প্রবৃদ্ধি বেড়েছে ভারতের বাজারে

Published

on

1f954a3bfc76e880a216b348bbc7bd26-Honda--1রকমারি ডেস্ক:
ভারতের অটোমোবাইল বাজারে হোন্ডার প্রবৃদ্ধি বেড়েছে। ২০১৪-১৫ আর্থিক বছরে কোম্পানির প্রবৃদ্ধি হয়েছে শতকরা ২৩ ভাগ। ভারতীয় হোন্ডা কোম্পানির ইতিহাসে এটাই সর্বোচ্চ প্রবৃদ্ধি। যেখানে হোন্ডার প্রতিদ্বন্দ্বী মাহিন্দ্রো। ভারতের অটোমোবাইল শিল্পে হোন্ডার অবস্থান তৃতীয়। হোন্ডা ভারতের বাজারে ২০১৫ পর্যন্ত ২২ হাজার ৬৯৬টি গাড়ি বিক্রি করেছে। যেখানে মাহিন্দ্রোর গাড়ি বিক্রির সংখ্যা ২১ হাজার ৩০টি। ইন্ডিয়ান হোন্ডা করপোরেশনের বিক্রয় ও বিপণন বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জানেশ্বর সেন জানান, ২০১৪-১৫ আর্থিক বছর কোম্পানির জন্য লাভজনক বছর ছিলো। এজন্য আমরা ক্রেতাদের ধন্যবাদ জানাই। গত ১৫ মাসে হোন্ডা ভারতের বাজারে ১ লাখ গাড়ি বিক্রি করেছে। অচিরেই ‘হোন্ডা জাজ’ নামে নতুন গাড়ি আসছে। আশা করি এটি ক্রেতাদের পছন্দ হবে। আগামী অর্থ বছরের জন্য হোন্ডা শতকরা ৩৬ ভাগ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্র ঠিক করেছে। ভারতের বাজারে হোন্ডার ১৩২ টি রাজ্যে ২৩২ টি ডিলার রয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *