Connect with us

খেলাধুলা

১৩ ধাপ এগিয়ে র‌্যাংকিংয়ে ১৮ নম্বরে মোস্তাফিজ

Published

on

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত পারফর্ম করার পুরস্কার পেলেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। আইসিসির ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে উঠে এসেছেন এ বামহাতি পেসার।

১৩ ধাপ এগিয়ে মোস্তাফিজের র‌্যাংকিং এখন ১৮ নম্বরে। তার রেটিং পয়েন্ট ৫৮৩।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন মোস্তাফিজ। ৩৩ রানে ২ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে কাঁপিয়ে দিয়েছিলেন কাটার মাস্টারের তকমা পাওয়া এই টাইগার পেসার।

আয়ারল্যান্ডের বিপক্ষে ৯ ওভারে দুটি মেডেনসহ ২৩ রান দিয়ে পকেটে পুরেছেন ৪ উইকেট। ইকোনমি রেট ২.৫৫! হয়েছেন ম্যাচ সেরাও।

ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ে দশে থাকা একমাত্র বাংলাদেশি হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ১০ নম্বরে থাকা সাকিবের রেটিং ৬১৯। মোস্তাফিজের আগে রয়েছেন আরেক বাংলাদেশি। তিনি হলেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ৫৯৯ পয়েন্ট নিয়ে মাশরাফি রয়েছেন ১৫তম স্থানে।

৭৫০ রেটিং নিয়ে সবার শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির। ৭০১ রেটিং নিয়ে অজি পেসার মিচেল স্টার্ক রয়েছেন দুই নম্বরে। তৃতীয় স্থানে রয়েছেন ক্যারিবীয় স্পিনার সুনিল নারিন। তার রেটিং ৬৯০।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *