Connect with us

বিবিধ

৫% বেতন বেড়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রধান নির্বাহীদের

Published

on

it-2রকমারি ডেস্ক:
যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০০ প্রধান নির্বাহীর গড় বেতন ২০১৪ সালে ৫ শতাংশ বেড়ে ১৪ দশমিক ৩ মিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। ইকুইলার ১০০ সিইও পে স্টাডির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এর বাইরে মূল বেতনের সীমা সর্বোচ্চ ৭ দশমিক ১ মিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। সর্বোচ্চ মূল বেতন পাচ্ছেন টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ফক্সের রুপার্ট মারডক এবং সর্বনিু বেতন পাচ্ছেন ক্যাপিটাল ওয়ানের রিচার্ড ফেয়ারব্যাংক। প্রধান নির্বাহীদের গড় বেতন বেড়েছে দশমিক ২ শতাংশ। শীর্ষ ১০০ প্রধান নির্বাহীর মধ্যে মাত্র নয়জন নারী। তাদের মধ্যে সবচেয়ে বেশি বার্ষিক ১৯ দশমিক ৬ মিলিয়ন ডলার নিয়ে শীর্ষে আছেন হিউলেট-প্যাকার্ডের মেগ হুইটম্যান। আয়ের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের বৃহত্তম ১০০টি পাবলিক লিমিটেড কোম্পানির প্রধান নির্বাহীদের বেতন-ভাতা পর্যালোচনা করে প্রতিবেদনটি তৈরি করেছে ইকুইলার ১০০ সিইও পে স্টাডি। সার্বিক আয়ের ক্ষেত্রে শীর্ষে আছেন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের ভারতীয় বংশোদ্ভূত প্রধান নির্বাহী সত্য নাদেলা। বার্ষিক ভিত্তিতে তিনি পাচ্ছেন ৮৪ দশমিক ৩ মিলিয়ন ডলার। ২০১৪ সালের ফেব্র“য়ারি থেকে এ পদে আছেন নাদেলা। গত বছর এ তালিকায় শীর্ষস্থানে ছিলেন আরেক প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের ল্যারি এলিসন। বর্তমানে বার্ষিক ৬৭ দশমিক ২ মিলিয়ন ডলার নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন তিনি। তবে মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৪ সালে নাদেলাকে সার্বিক বেতন হিসেবে ২২ দশমিক ৭৫ মিলিয়ন ডলার প্রদান করা হয়েছে। বিবৃতিতে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানান, ‘প্রধান নির্বাহীর বেতন-ভাতা আরো সঠিকভাবে গণনা করতে হলে বিশেষ ও এককালীন ইকুইটি অ্যাওয়ার্ড গণ্য করতে হবে। সে ভিত্তিতে ২০১৪ সালে তাকে বেতন-ভাতাবাবদ ২২ দশমিক ৭৫ মিলিয়ন ডলার প্রদান করা হয়েছে।’ ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত নাদেলার বার্ষিক বেতন ধরা হয়েছে ১৮ মিলিয়ন ডলার। স্টক অপশনসহ অন্যান্য সুবিধা ও ভাতা যোগ করলে তার মোট বেতন দাঁড়ায় ২৯ দশমিক ১৫ মিলিয়ন ডলারে। তালিকায় তৃতীয় স্থানেও রাজত্ব করছে আরেকটি প্রযুক্তি প্রতিষ্ঠান। ২০১৪ সালের ৪ মার্চ দায়িত্ব নেয়া কোয়ালকমের প্রধান নির্বাহী স্টিভেন মোলেনকফের বর্তমান বেতন বার্ষিক ৬০ দশমিক ৭ মিলিয়ন ডলার। এর পরে আছেন ওয়াল্ট ডিজনির রবার্ট ইগার (৪৩ দশমিক ৭ মিলিয়ন ডলার) ও সিভিএস হেলথের ল্যারি মারলো (২৪ দশমিক ২ মিলিয়ন ডলার)। মূল বেতনে সর্বোচ্চ অবস্থানে থাকলেও সার্বিক বেতন বার্ষিক ২৩ দশমিক মিলিয়ন ডলার নিয়ে ষষ্ঠ অবস্থানে আছেন রুপার্ট মারডক। প্রায় ১৯ মিলিয়ন ডলার নিয়ে তালিকায় ১৯তম স্থানে আছেন আরেক ভারতীয় বংশোদ্ভূত প্রধান নির্বাহী পেপসিকোর ইন্দিরা নুয়ি। বিনিয়োগগুরু হিসেবে বিখ্যাত বার্কশায়ার হ্যাথাওয়ের ওয়ারেন বাফেট রয়েছেন ১০০তম অবস্থানে, তার বার্ষিক বেতনের পরিমাণ ৪ দশমিক ৬ মিলিয়ন ডলার। এছাড়া তালিকায় শীর্ষ দশের মধ্যে আছেন জেমস ম্যাকনার্নি (বোয়িং), জেমস গোরম্যান (মরগান স্ট্যানলি), ডেভিড কোট (হানিওয়েল ইন্টারন্যাশনাল) ও কেনেথ চেনল্ট (আমেরিকান এক্সপ্রেস)।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *