Connect with us

আন্তর্জাতিক

৫ শতক পর সম্মাননা পাচ্ছেন রাজা তৃতীয় রিচার্ড

Published

on

আন্তর্জাতিক ডেস্ক:

মৃত্যুর ৫৩০ বছর পর যথাযথ মর্যাদায় ফের সমাহিত করা হবে ইংল্যান্ডের ফরাসি বংশোদ্ভূত হাউজ অব ইয়র্ক ও প্লান্টাগেনেট বংশের সর্বশেষ রাজা তৃতীয় রিচার্ডকে। আগামী ২৬ মার্চ বৃহস্পতিবার তাকে লেইসেস্টার শহরের ক্যথেড্রাল চার্চ অব সেন্ট মার্টিনে পুনরায় সমাহিত করা হবে। ২০১২ সালে লেইসেস্টারশায়ার কাউন্টিতে একটি গাড়ি পার্কিংস্থলে তৃতীয় রিচার্ডের দেহের হাড়গোড় পাওয়া যায়। প্রথমে ধারণা করা হলেও পরে ডিএনএ টেস্ট, হাড় পরীক্ষাসহ বিভিন্ন পর্যবেক্ষণ-নিরীক্ষায় বিশেষজ্ঞরা নিশ্চিত হন- এই হাড় ১৪৮৫ সালে বসওর্থফিল্ড যুদ্ধে নিহত ইংল্যান্ডের রাজা তৃতীয় রিচার্ডেরই। দীর্ঘ প্রক্রিয়ার পর রোববার (২২ মার্চ) রিচার্ডের দেহাবশেষ কফিনবন্দি করে রাজকীয় মর্যাদায় লেইসেস্টারশায়ার থেকে বসওর্থে নেওয়া হয়। এসময় শবযাত্রায় অংশ নেয় হাজারো ইংল্যান্ডবাসী। এছাড়া, রাজার সম্মানে ২১ বার তোপধ্বণি ও বন্দুকে ফাঁকা গুলিও ছোঁড়া হয় এসময়। ১৪৫২ সালের ২ অক্টোবর জন্ম নেওয়া রাজা তৃতীয় রিচার্ড ১৪৮৩ সালে ইংল্যান্ডের সিংহাসনে আরোহন করেন। প্রথম দিকে রাজশাসনে কোনো বাধা না পেলেও দশক তিনেকের মাথায় কঠিন পরিস্থিতিতে পড়েন তৃতীয় রিচার্ড। ১৪৮৫ সালে আইরিশ বংশোদ্ভূত ইংল্যান্ডের টিউডর রাজবংশের প্রথম রাজা হেনরি টিউডর ও তার চাচা জেসপার টিউডর তৃতীয় রিচার্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। ফরাসি বাহিনী সহায়তায় টিউডর বাহিনী ইংল্যান্ড দখলে অগ্রসর হলে বসওর্থে উভয়পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়। পরাজিত হয়ে যুদ্ধক্ষেত্রেই নিহত হন তৃতীয় রিচার্ড। নিহত হওয়ার পর রাজাকে অত্যন্ত অপমানজনকভাবে সমাহিত করা হয়। কফিনবন্দি করে সমাধিস্থ করারও ন্যূনতম সৌজন্য সেসময় দেখানো হয়নি। এ কারণে পাঁচশ’ বছরেরও বেশি সময় সেই সমাধির খোঁজ কারও জানা ছিল না। রাজা তৃতীয় রিচার্ডকে নিয়েই উইলিয়াম শেক্সপিয়ার তার ‘তৃতীয় রিচার্ড’ কল্প-ঐতিহাসিক নাটকটি রচনা করেছিলেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *