Connect with us

স্বাস্থ্য

আপনার মস্তিষ্ক কেমন? জানুন ৬ প্রশ্নের উত্তরে

Published

on

brainস্বাস্থ্য ডেস্ক: ছোট কয়েকটা উত্তরের মাধ্যমে যেনে নিন কোন ধরনের মস্তিষ্কের দ্বারা প্রভাবিত হন আপনি। সাধারণত দু ধরনের মস্তিষ্ক বর্তমান। একটা ডান মস্তিষ্ক এবং অন্যটি বাম মস্তিষ্ক। আপনার চিন্তা ভাবনা, চাহিদা এবং ইচ্ছে-অনিচ্ছে কোন মস্তিষ্কের দ্বারা প্রভাবিত হয়, তা জানতে উত্তর দিন এই প্রশ্নগুলির…
# আপনার বন্ধুরা আপনাকে ঠিক কি ধরনের মানুষ হিসেবে ভোট দেন?
১. কাজের জায়গাতে সব থেকে জনপ্রিয় একটি মানুষ
২. একজন অসামাজিক ব্যক্তি
# কাজে বেরনোর সময় জামা পরেন কীসের ভিত্তিতে?
১. যা মনে আসে তাই পরে নেন
২. রাত থেকে পরিকল্পনা করেন কি পরবেন
# একই সঙ্গে যখন দু ধরনের প্রোজেক্টের ওপর কাজ করতে হয়
১. একটা কাজ শেষ করে তারপর আর একটা করেন
২. একসঙ্গেই দুটো কাজ করেন
# যদি কোনও সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ার জন্য এক সপ্তাহের ছুটি পান , তাহলে সঙ্গে
১. বাবা-মাকে নিয়ে যাবেন
২. বন্ধু অথবা সঙ্গীকে নিয়ে যাবেন
# বিয়োগান্তক সিনেমা দেখে
১. একটু কাঁদেন
২. আবেগকে নিয়ন্ত্রণ করে রাখেন
# বাবা-মা অথবা বন্ধুদের সঙ্গে ঝগড়া করার সময়
১. নাটক এবং কল্পনাকে ব্যবহার করেন
২. যুক্তি এবং তথ্যকে ব্যবহার করেন
যদি বেশিরভাগ উত্তর ‘১’ হয়, তাহলে
বাম মস্তিষ্কের দ্বারা প্রভাবিত আপনি। আপনি জীবনে যে কোনও কারোর আদেশ পালন করতে ভালবাসেন। এছাড়া কথা বলার থেকে কথা শুনতে বেশি পছন্দ করেন। তবে আপনি খুব ধীর স্থিরভাবে যে কোনও সমস্যার সমাধান করতে সক্ষম। জীবনের কঠিন সময় আবেগকে স্থান না দিয়ে তাকে যুক্তির মাধ্যমে পার করতে চান। এছাড়া যথেষ্ট বাস্তববাদী মানুষ হলেন আপনি।
বেশিরভাগ উত্তর ‘২’ হলে,
ডান মস্তিষ্কের দ্বারা প্রভাবিত হলেন আপনি। যখন আপনি কোনও ভালো কিছু করার কথা মাথায় আনেন। ঠিক সেই সময় আপনার জীবনে সমস্যা উঁকি মারে। তবে আপনার আশেপাশের সমস্ত মানুষই আপনার ব্যবহারের জন্য আপনাকে খুব ভালবাসেন। অবশ্য আপনি আবার স্বপ্ন দেখতে একটু বেশি ভালবাসেন। বেশিরভাগ সময় সেই স্বপ্নের দুনিয়াতেই হারিয়ে থাকেন। তবে একজন সৃজনশীল মানুষ আপনি। আবেগের ওপর ভিত্তি করে সমস্ত সিদ্ধান্ত নিতে পছন্দ করেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *