Connecting You with the Truth

চট্টগ্রামের পতেঙ্গায় দশ হাজার পিস ইয়াবাসহ আটক এক

rab 7চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে দশ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা থানাধীন খেজুর তলা পশ্চিম হোসেন আহমদ পাড়াস্থ আবুল হাশেম এর ভাড়াটিয়া জিয়াউর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। আটক জিয়ায়ুর রহমান চট্টগ্রামের আনোয়ারা থানার গহিরা ইউনিয়নের ইসমাইল মিয়াজীর বাড়ী গ্রামের মো. আলির ছেলে।

অভিযানের নেতৃত্বদানকারী এএসপি মিমতানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে জিয়ায়ুরকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা। আটকের পর তাকে মাদকসহ পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

Comments
Loading...