Connect with us

দেশজুড়ে

রংপুরের গঙ্গাচড়া উপজেলা নির্বাহীর অপসারন ও শাস্তির দাবিতে সনাতন সংঘের মানবন্ধন

Published

on

কামরুজ্জামান লিটন,গঙ্গাচড়া: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলামের নির্দেশে আপ্যায়ন প্যাকেটে গো-মাংস পরিবেশন করে তা হিন্দু সম্প্রদায়ের মাঝে বিতরন করায় সাম্প্রদায়িক সম্প্রতিতে আঘাতের প্রতিবাদে তার অপসারন ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে গঙ্গাচড়া সনাতন সংষ। আজ শনিবার বেলা ১১টায় গঙ্গাচড়া জিরো পয়েন্টে সনাতন সংঘের উপজেলা সভাপতি অমৃতনন্দ রায়ের সভাপতিত্বে ঘন্টা ব্যাপী এ মানবনবন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মানব বন্ধন সমাবেশে হিন্দু সম্প্রদায়ের মাঝে মহান বিজয় দিবসে আপ্যায়ন প্যাকেটে গো-মাংস পরিবেশনের অপরাধে উপজেলা নির্বাহী অফিসারকে আগামী ৭ দিনের মধ্যে দৃষ্টান্ত মুলক শাস্তি ও অপসারনের দাবিতে বক্তব্য রাখেন গঙ্গাচড়া উপজেলা সাংবাদিক সমাজের সভাপতি সাজু আহম্মেদ লাল, উপজেলা আ’লীগের মহিলা সভানেত্রী নীলুফা ইয়াসমিন, রংপুর জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি রাতুজ্জামান রাতুল, সাধারন সম্পাদক প্রদীপ বর্মন, প্রজন্ম ৭১’র জেলা সভাপতি দেবদাস ঘোষ দেবু, জেলা বাসদের সভাপতি আনোয়ার হোসেন বাবলু, গঙ্গাচড়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক শফিয়ার রহমান স্বপন, উপজেলা ওয়ার্কাস পার্টির সাধারন সম্পাদক মাহমুদুল ইসলাম, গঙ্গাচড়া পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক কালি রঞ্জন রায়, জেলা যুবলীগের সদস্য সাংবাদিক কামরুজ্জামান লিটন প্রমুখ।
সকল ধর্মের সম্প্রীতি বাজায় রাখতে আয়োজিত মানববন্ধন সমাবেশে উপজেলার বিভিন্ন সম্প্রদায়ের নেতা কর্মীবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মী উক্ত মানববন্ধন সমাবেশে উপস্থিত ছিলেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *