Connect with us

দিনাজপুর

ইসকন মন্দিরে হামলায় একজনের স্বীকারোক্তি

Published

on

Dnijpur1449764241দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলায় আটক দুইজনের মধ্যে আব্দুর রহমান বাদশা কাহারোলে ইসকন মন্দিরে হামলার ঘটনায় জড়িত থাকার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বুধবার রাতে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে নিশ্চিত করেছেন দিনাজপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজওয়ানুর রহিম।

ইসকন মন্দিরে হামলার অভিযোগে গত ৩ জানুয়ারি মো. সারোয়ার হোসেন সাবু (৩৩) এবং মো. আব্দুর রহমান বাদশা (২০) নামে দুই যুবককে আটক করে গোয়েন্দা পুলিশ।

রেজওয়ানুর রহিম জানান, ৩ জানুয়ারি রাতে বিরামপুর উপজেলা থেকে তাকে আটক করা হয়। পরদিন আদালত তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে বুধবার আদালতে হাজির করলে সে ইসকন মন্দিরে গুলি-বোমা হামলায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *