Connect with us

দিনাজপুর

বিরামপুরে জেলা বাস্তবায়নের দাবীতে সমাবেশ ও মিছিল

Published

on

Birampur Zilla News-13.01  (1)শাহ আলম, বিরামপুর প্রতিনিধি: দিনাজপুর: বৃহত্তর দিনাজপুর জেলার দক্ষিণাঞ্চলের ৬টি উপজেলা (বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, ফুলবাড়ি ও পার্বতীপুর) নিয়ে বিরামপুরে আলাদা একটি জেলা বাস্তবায়নের দাবীতে বিগত ৩৮ বছরের কর্মসূচীর নিয়মিত অংশ হিসেবে গত বুধবার বিকেলে বিরামপুর শহরের ঢাকা মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিরামপুর জেলা বাস্তবায়ন পেশাজিবী সমন্বয় পরিষদের আহবানে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন, বিরামপুর বণিক সমিতির সভাপতি মাওলানা আশরাফ হোসেন। অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ ডায়েরী বিডি ডটকম’ এর প্রকাশক ও সম্পাদক মাহমুদুল হক মানিকের সঞ্চালনায় এ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বাস্তবায়ন পেশাজিবী সমন্বয় পরিষদের আহবায়ক রফিকুল ইসলাম, বিরামপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোর্শেদ মানিক, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী, কাপড় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহনেওয়াজ কবির হিরো, বিরামপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর মিজানুর রহমান, এ্যাডভোকেট মঞ্জুর রশিদ রতন, দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি বাবুল হোসেন বাবুল্লা, দিনাজপুর জেলা পিকআপ মালিক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক মুকুল সরকার, সাংবাদিক গোলাম খোরশেদ শিমুল, ফেজবুক পেজ ‘অপরূপ বিরামপুর’ এর এডমিন আব্দুর রাজ্জাক, বিরামপুর মাদক প্রতিরোধ ও জনকল্যাণ সংস্থা’র সাধারণ সম্পাদক শাহ্ আলম মন্ডল প্রমূখ।
পেশাজিবী সমন্বয় পরিষদের আহবায়ক রফিকুল ইসলাম সমাবেশে বিরামপুরে জেলা বাস্তবায়নের দাবীতে আগামী ২৭ জানুয়ারী, বুধবার ভোর ৬ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত অবরোধ ও ধর্মঘট কর্মসূচীর ঘোষণা দেন। অবরোধ ও ধর্মঘট চলাকালীন সময়ে অত্র এলাকার স্কুল- কলেজ, সকল অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকার পাশাপাশি মহাসড়কেও যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে তিনি জানান।  সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *