Connect with us

চট্রগ্রাম

চট্টগ্রামে বোম্বে রয়েল সুইটস’র লাখ টাকা জরিমানা

Published

on

ruhul2-e1453124152393

চট্টগ্রামে বোম্বে রয়েল সুইটস এর কারখানায় ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিষ্ট্রেট রুহুল আমিন।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরীর কাজির দেউড়ি এলাকায় অবস্থিত বোম্বে রয়েল সুইটস এর কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার (১৮.০১.২০১৬খ্রি.) দুপুর তিনটা থেকে ৫ টা পর্যন্ত এ পরিচালিত এই অভিযানে নানা অনিয়মের জন্য প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিষ্ট্রেট রুহুল আমিন।
ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জানান, “অভিযান কালে দেখা যায় দীর্ঘ দিনের পোড়া পাম ওয়েল দিয়ে চানাচুর ভাজা হচ্ছে, জিজ্ঞাসাবাদে প্রতিষ্ঠানটির কর্মচারিরা বলেছে চানাচুর ভাজা হয়ে গেলে তারা পুরান তেলের মধ্যেই নতুন তেল ঢালা হয়।” এসময় কারাখানা থেকে অনেক দিনের পুরনো মিস্টির রস জব্দ করা হয়, যেটা থেকে গন্ধ বের হচ্ছিল, উল্লেখ করেন তিনি।
রুহুল আমিন বলেন, “অভিযানের এক পর্যায়ে জানা যায় যে, এই কারখানায় বিভিন্ন ধরনের হালুয়া বানানো হয়,যেখানে কিসমিস, খেজুর ও নানা ধরনের কৃত্রিম ফ্লেভার ব্যবহার করা হয়। স্টোর রুমে অভিযান চালিয়ে দীর্ঘ দিনের পুরনো ,মেয়াদ উত্তীর্ন এবং অত্যন্ত দুগন্ধযুক্ত দুই মন কিসমিস ও ১৫ কেজি খেজুর উদ্ধার করা হয়।”
তিনি আরো বলেন, একই কারখানায় অভিযানকালে দেখা যায় অনেক দিনের পুরনো আচার বিক্রির জন্য কৌটায় ভরে রাখা হয়েছে,যেগুলোতে মেয়াদ উল্লেখ নেই, এমন কি ছত্রাকও পড়ে গেছে।” এসকল অনিয়মের জন্য বোম্বে রয়েল সুইটস কে ভোক্তা অধিকার ও সংরক্ষন আইন ২০০৯ অনুযায়ী ১ লাখ টাকা জরিমান করা হয় এবং একই সাথে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেয়া হয়।
জব্দকৃত পোড়া পাম ওয়েল,খেজুর ,কিসমিস,মিস্টির রস এবং আচার পার্শ্ববর্তি নালায় ফেলে ধ্বংস করা হয় বলে ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *