Connecting You with the Truth

ডিসেম্বরে ইরাকে নিহত প্রায় এক হাজার: জাতিসংঘ

jatisongho

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ দাবি করেছে গত ডিসেম্বর মাসে ইরাকে বিভিন্ন হামলায় নিহতের সংখ্যা ৯৮০ জন। ইউএন অ্যাসিস্টেন্স মিশন অফ ইরাক(ইউএনএএমআই) শুক্রবার এ প্রতিবেদন প্রকাশ করেছে।

সংগঠনটি উল্লেখ করেছে যে, ডিসেম্বরে নিহত হওয়া এসব মানুষের মধ্যে ৫০৬ জন সাধারণ মানুষ, বাকিরা সরকারি নিরাপত্তারক্ষী এবং কুর্দি প্যারামিলিটারী গ্রুপের সদস্য।

ইউএন অ্যাসিস্টেন্স মিশন অফ ইরাকের বিশেষ মুখপাত্র জান কুবিস বলেন, ‘২০১৫ সালে হাজার হাজার ইরাকি নিহত ও আহত হয়েছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইরাকের প্রতিটি মানুষের নির্ভয়ে শান্তিতে বসবাস করার অধিকার রয়েছে।’

জাতিসংঘ বলেছে যে, সবচেয়ে বেশি হতাহতের এলাকা হচ্ছে রাজধানী বাগদাদ, যেখানে প্রায় ২৬১ জন নিহত হয়েছে এবং তারপরেই রয়েছে নিনাভে শহর, যেখানে নিহতের সংখ্যা ৬৮ জন। সূত্র: আলজাজিরা।

Comments
Loading...